চার ভাগে বিভক্ত হচ্ছে ঢাকা মহানগর ছাত্রদল - দৈনিকশিক্ষা

চার ভাগে বিভক্ত হচ্ছে ঢাকা মহানগর ছাত্রদল

হাবিবুর রহমান খান |

ঢাকা মহানগর ছাত্রদলকে চার ভাগে ভাগ করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম নামে এ শাখা করা হয়েছে। আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ নামে দুটি শাখা ছিল। মহানগর চারটিসহ ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজের নতুন কমিটি গঠন প্রায় চূড়ান্ত।

১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের পরপরই এসব কমিটি ঘোষণা করা হতে পারে বলে ছাত্রদল সূত্রে জানা গেছে। এদিকে পছন্দের প্রার্থীকে গুরুত্বপূর্ণ পদে আনতে দায়িত্বপ্রাপ্তরা নিজেদের মতো এলাকা ভাগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ছাত্রদলের সভাপতি কারাগারে থাকাবস্থায় মহানগর চার ভাগ ও কমিটি গঠন নিয়েও সংগঠনের ভেতরে নানা আলোচনা-সমালোচনা চলছে। যতদিন পর্যন্ত ছাত্রদল সিন্ডিকেটের প্রভাবমুক্ত না হবে ততদিন যোগ্য ও ত্যাগীরা গুরুত্বপূর্ণ পদে আসতে পারবে না বলেও মাঠপর্যায়ের নেতাকর্মীরা অভিযোগ করেন।

জানতে চাইলে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি সহসভাপতি নাজমুল হাসান বলেন, মহানগর চার ভাগ করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই তা চূড়ান্ত করা হবে। একই সঙ্গে ছাত্রদলের ইউনিটগুলোর নতুন কমিটি গঠনের কাজও চলছে। প্রতিষ্ঠাবার্ষিকীর পরই তা ঘোষণা করা হতে পারে।

জানা গেছে, ডেমরা, যাত্রাবাড়ী, শাহজাহানপুর, সবুজবাগ, পল্টন, শাহবাগ, নিউমার্কেট, ধানমণ্ডি এলাকাকে পূর্ব, উত্তরা, গুলশান, ক্যান্টনমেন্ট, বনানী, বাড্ডা, তেজগাঁও, খিলগাঁও এলাকা নিয়ে উত্তর, কামরাঙ্গীরচর, লালবাগ, চকবাজার, শ্যামপুর, কোতোয়ালি এলাকা নিয়ে পশ্চিম, মোহাম্মদপুর, আদাবর, দারুস সালাম, শাহআলী, পল্লবী, মিরপুর এলাকা নিয়ে মহানগর দক্ষিণ শাখা নির্ধারণ করা হয়েছে।

সূত্র আরও জানায়, কেন্দ্রীয় কমিটি ঘোষণার এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও কোনো ইউনিটের নতুন কমিটি ঘোষণা করতে পারেনি। এসব ইউনিটের কমিটি গঠনের প্রক্রিয়া বারবার শুরু করা হলেও শেষ পর্যন্ত তা হয়নি।

এদিকে মহানগর চার ভাগের এলাকা ভাগ নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, নিজের পছন্দের লোকদের গুরুত্বপূর্ণ পদে আনতে স্বাভাবিক নিয়মের ব্যত্যয় ঘটানো হয়েছে।

তারা বলেন, ধানমণ্ডি ও নিউমার্কেট এলাকা ঢাকা মহানগর দক্ষিণ কিংবা পশ্চিম অংশে পড়ার কথা। কিন্তু নিজেদের লোককে পদে বসাতে এসব এলাকাকে পূর্ব অংশের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাত্রাবাড়ী থেকে পূর্ব অংশ শুরু হয়ে পল্টন-শাহবাগ হয়ে ধানমণ্ডি পর্যন্ত কিভাবে পূর্ব ভাগে পড়ে তা বোধগম্য নয়। চার ভাগে ভাগ করার সময় এ নিয়ে কেউ কেউ প্রতিবাদ জানালেও তা আমলে নেয়া হয়নি।

সূত্র জানায়, ছাত্রদলের দেখভাল করার দায়িত্বপ্রাপ্ত বৃহত্তর নোয়াখালী অঞ্চলের এক বিএনপি নেতা কামাল নামে তার পছন্দের এক প্রার্থীকে পূর্বের সাধারণ সম্পাদক বানাতে এভাবে মহানগরকে ভাগ করেছে। কামাল ঢাকা কলেজ ছাত্রদলের রাজনীতি করে। কামালের বাড়িও নোয়াখালী এলাকায়।

ছাত্রদল সূত্রে জানা গেছে, কামাল এক সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ভোল পাল্টে তিনি ছাত্রদলের রাজনীতিতে ঢুকে পড়েন।

বিগত সরকারবিরোধী আন্দোলনে রাজনীতি ছেড়ে ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলেন। তাকে পদ দেয়ার সিদ্ধান্ত নেয়ায় সংগঠনের বিভিন্ন পর্যায়ে চরম ক্ষোভ বিরাজ করছে। তাকে পদ দেয়া হলে আবারও ছাত্রদলে ভয়াবহ সংঘর্ষের আশংকা করছেন কেউ কেউ।

ছাত্রদল ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক শফিকুর রহমান মিঠু বলেন, যারা বিগত দিনে রাজপথে ছিলেন তাদের দিয়ে কমিটি করা হলে সংগঠন আরও শক্তিশালী হবে। সবাই তাই চায়। দলের চেয়ারপারসনও বারবার বলেছেন, ত্যাগী ও যোগ্যদের দিয়েই কমিটি করা হবে। আশা করি তার নির্দেশ মেনেই দায়িত্বপ্রাপ্ত কমিটি করবেন।

জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা please click here to view dainikshiksha website Execution time: 0.0099961757659912