please click here to view dainikshiksha website

অবশেষে সেই মাদ্রাসা বন্ধ ঘোষণা

বরিশাল প্রতিনিধি | আগস্ট ১৪, ২০১৭ - ১০:৪৯ পূর্বাহ্ণ
dainikshiksha print

একশ’ টাকা চুরির অপবাদে মুখে গামছা বেঁধে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে (৮) অমানুষিক নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত দুই শিক্ষককে গ্রেফতারের পর রবিবার দুপুরে আকস্মিকভাবে মাদ্রাসাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতার শাশুড়ি অতিগোপনে মাদ্রাসায় এসে বন্ধ ঘোষণা করে তড়িঘড়ি করে মাদ্রাসা তালাবদ্ধ করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

ঘটনাটি জেলার গৌরনদী উপজেলা সদরের খাদিজাতুল কোবরা (রাঃ) মহিলা কওমী মাদ্রাসার। জানা গেছে, শনিবার নাঠৈ গ্রামের এক নিকট আত্মীয়র বাড়িতে আত্মগোপনে থাকা অপর শিক্ষক ফাতেমা আক্তার লিজাকে (আরবী খালামনি) গ্রেফতার করেন।

সংবাদটি শেয়ার করুন:


পাঠকের মন্তব্যঃ ৪টি

 1. মহিউদ্দিন says:

  কাওমি মাদরাসা গুলো সরকারের আইন কানুনের বাহিরে। এই জন্য এমন অপরাধ তাদের মধ্যে বেশি দেখা যায়। এই সকল শিক্ষকদের কে আইনের আওতায় আনা উচিৎ।

 2. মোঃরফিকুল ইসলাম,সহকারী শিক্ষক,আল-মাদানী দাখিল মাদ্রাসা,আশাশুনি, সাতক্ষীরা। says:

  উপযুক্ত ব্যবস্হা নিন।

 3. মোঃ আবু বকর সিদ্দিক, সমাজকল্যান ও গবেষনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। says:

  তাদেরকে সঠিক শাস্তি দেওয়া প্রয়োজন। না হয় অদূর ভবিষ্যৎ এ আর এ ধরণের আচরণ কেই না করতে পারে।

 4. rafiqul islam says:

  আপনার মন্তব্যra

আপনার মন্তব্য দিন