করোনা ভাইরাস : ছড়িয়েছে ৫৩ দেশে - দৈনিকশিক্ষা

করোনা ভাইরাস : ছড়িয়েছে ৫৩ দেশে

দৈনিকশিক্ষা ডেস্ক |

প্রাণঘাতী করোনা ভাইরাস চীনের বাইরের দেশগুলোতে ছড়িয়ে পড়ছে হু হু করে। চীনের বাইরে ৫২টি দেশে আক্রান্ত রোগী রয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো চীনের চেয়ে দেশটির বাইরে বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। গত কয়েক দিন ধরে ইরান ও ইতালিতে আক্রান্তের সংখ্যা কয়েকগুণ বেড়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়াসহ অন্তত নতুন ১০টি দেশে ভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।

করোনা ভাইরাসের সংক্রমণ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে এখনই কার্যকর ও সমন্বিত পদক্ষেপ না নেয়া গেলে বিশ্বজুড়ে এটি প্রাদুর্ভাব সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস গেব্রিয়েসাস। ভাইরাসটি ‘নির্ণায়ক বিন্দুতে’ পৌঁছেছে এবং এর ‘মহামারি হয়ে ওঠার আশঙ্কা’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সংক্রমণ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের একের পর এক পদক্ষেপের মধ্যেই তেদ্রোস পরিস্থিতি মোকাবিলায় সরকারগুলোকে দ্রুত ও আরো জরুরি পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন।

তেদ্রোস বলেন, ‘চীন ছাড়া বাকি পৃথিবীতে যা ঘটছে, তা নিয়েই এখন আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এখন এমন এক সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছি যে সংক্রমণ পরিস্থিতি যে কোনো দিকে যেতে পারে, নির্ভর করছে কীভাবে তা আমরা মোকাবিলা করব।’ তিনি বলেন, ভাইরাসটির মহামারি হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। এখন আতঙ্কিত হওয়ার সময় নয়। এখন সময় সংক্রমণ ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও জীবন বাঁচানোর।

আরও পড়ুন : করোনা : ইরানের ভাইস প্রেসিডেন্ট আক্রান্ত, মৃতের সংখ্যা ২৬

করোনা ভাইরাস : প্রাণ গেল ২৭৬৪ জনের

করোনা ভাইরাস : প্রাথমিক স্কুলে সচেতনতা বৃদ্ধির নির্দেশ

করোনা ভাইরাস : রূপ নিচ্ছে বৈশ্বিক মহামারিতে

বাংলাদেশ এখন পর্যন্ত করোনামুক্ত: আইইডিসিআর

করোনা ভাইরাস : বিদেশে না যাওয়াই ভালো, পরামর্শ আইইডিসিআরের

এদিকে চীনের মূল ভূখণ্ড থেকে আসা সব বিদেশিদের দেশে ঢোকায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে অস্ট্রেলিয়া। ভাইরাস এরই মধ্যে ইতালিতে ১৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে। দেশটি তাদের ১১টি শহরকে ‘কোয়ারেন্টাইন’ করে রেখেছে। গ্রিস তাদের কার্নিভাল সংক্রান্ত সব কার্যক্রম বাতিল করেছে। বৃহস্পতিবার দেশের ভেতর করোনা ভাইরাসে আক্রান্ত আরো ৪৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চীনের ন্যাশনাল হেলথ কমিশন। এর মধ্যে ৪১ জনই হুবেই প্রদেশের। এদিন আরো ৩২৭ জন নতুন রোগী শনাক্ত হওয়ার খবর দিয়েছে চীনা কর্তৃপক্ষ। তাদের নয় জন ছাড়া বাকিরা সবাই হুবেইয়ের। সব মিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৮ হাজার ৮২৪ জনে। চীনের বাইরে ইরানে ২৬ জন, ইতালিতে ১৭ জন, দক্ষিণ কোরিয়ায় ১৩ জন, জাপানে আট জন, হংকং ও ফ্রান্সে দুই জন করে চার জন এবং ফিলিপিন্স ও তাইওয়ানে দুই জনসহ মোট ৭০ জনের মৃত্যু হয়েছে। বর্তমান অবস্থায় করোনা ভাইরাস মোকাবিলায় নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে চীন। শুধু চীনে নয় ইরানেও চিকিত্সা সংশ্লিষ্ট ব্যক্তিরা নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি এবং সংসদ সদস্য মাহমুদ সাদেগির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

বৃহস্পতিবার পর্যন্ত চীনসহ ৫৩টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৮৫৮ জন। দক্ষিণ কোরিয়ায় আরো ২৫৬ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৪৫ জনে দাঁড়িয়েছে। চীনে আক্রান্তদের মধ্যে ৩৬ হাজার ১১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও তথ্য দিয়ে দেশটির ন্যাশনাল হেলথ কমিশন। কারোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বাঁচাতে গিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকরা নিজেদের বাবা-মা, পরিবারের কথা ভুলে যাচ্ছেন। আর করোনা আক্রান্ত রোগী হাসপাতালে থাকাকালে স্বজনদের সাক্ষাৎ পান না। একমাত্র চিকিৎসক-নার্সরাই সার্বক্ষণিক তাদের পাশে থাকছেন।

কোন দেশে কত আক্রান্ত

চীনে ৭৮ হাজার ৮২৪ জন, দক্ষিণ কোরিয়ায় ২ হাজার ২২, ইরানে ২৪৮, ইতালিতে ৬৫০, জাপানে ৮৯৪, আফগানিস্তানে ১, আলজেরিয়ায় ১, অস্ট্রেলিয়ায় ২৩, অস্ট্রিয়ায় ২, বাহরাইনে ৩৩, বেলজিয়ামে ১, ব্রাজিলে ১, কম্বোডিয়ায় ১, কানাডায় ১২, ক্রোয়েশিয়ায় ৩, ডেনমার্কে ১, মিশরে ১, এস্তোনিয়ায় ১, ফিনল্যান্ডে ২, ফ্রান্সে ৩৮, জর্জিয়ায় ১, জার্মানিতে ২৬, গ্রিসে ৩, ভারতে ৩, ইরাকে ৬, ইসরায়েলে ৩, কুয়েতে ৪৩, লেবাননে ৩, মালয়েশিয়ায় ২২, নেপালে ১, নেদারল্যান্ডসে ১, উত্তর মেসিডোনিয়ায় ১, নরওয়েতে ১, ওমানে ৪, পাকিস্তানে ২, ফিলিপাইনে ৩, রোমানিয়ায় ১, রাশিয়ায় ৫, সিঙ্গাপুরে ৯৩, স্পেনে ১৬, শ্রীলঙ্কায় ১, সুইডেনে ২, সুইজারল্যান্ডে ৪, তাইওয়ানে ৩২, থাইল্যান্ডে ৪০, সংযুক্ত আরব আমিরাতে ১৩, যুক্তরাজ্যে ১৬, মার্কিন যুক্তরাষ্ট্রে ৬০, ভিয়েতনামে ১৬, বেলারুসে ১, নাইজেরিয়ায় ১, নিউজিল্যান্ডে ১ ও লিথুনিয়ায় ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রী কোয়ারান্টাইনে

চীন সফর করে যাওয়ার পর মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খলতমা বাতুলগা ও পররাষ্ট্রমন্ত্রী সগবাটার দামদিনকে ১৪ দিনের কোয়ারান্টাইনে (ভাইরাস সংক্রমণরোধে আলাদাভাবে রাখা) পাঠানো হয়েছে। তাদের সঙ্গে সফর করে আসা অন্য শীর্ষ কর্মকর্তাদেরও একইভাবে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। শুক্রবার মঙ্গোলিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মন্তসেম এ খবর জানিয়েছে। তবে রাষ্ট্রীয় হাসপাতালে নাকি প্রেসিডেন্ট ভবনে তাদের কোয়ারান্টাইনে রাখা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। গত বৃহস্পতিবার বেইজিংয়ে যান মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট বাতুলগা ও পররাষ্ট্রমন্ত্রী দামদিন ও তাদের সঙ্গীরা। সফরে তারা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। সফর শেষ করে উলানবাটর পৌঁছানোর পরই তাদের কোয়ারান্টাইনে রাখা হয়। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে চীন সফর করেন বাতুলগা। আবার প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে কোয়ারান্টাইনেও থাকতে হচ্ছে তাকে।

স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের - dainik shiksha স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ - dainik shiksha ঢাকাসহ ১৩ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত - dainik shiksha টেম্পু চাপায় কলেজছাত্রী নিহত কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0034859180450439