কারিগরি কলেজে ভর্তির আলাদা আবেদন - দৈনিকশিক্ষা

কারিগরি কলেজে ভর্তির আলাদা আবেদন

নিজস্ব প্রতিবেদক |

এবার প্রথমবারের মতো কারিগরি শিক্ষা বোর্ডের অধীন একাদশ শ্রেণিতে ভর্তিতে (ব্যবসায় ব্যবস্থাপনা-বিএম) আলাদা আবেদন নেয়া হবে। ২০১৫ খ্রিস্টাব্দে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরুর পর এসব প্রতিষ্ঠানে ভর্তিচ্ছুদের আবেদন গত কয়েক বছর একসঙ্গে নেয়া হতো। কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান  দৈনিকশিক্ষাকে জানান, বিএমে ৭-৮ বছর আগে এসএসসি পাস করা শিক্ষার্থীদেরও ভর্তির সুযোগ দেয়া হয়। কিন্তু সাধারণ ও মাদ্রাসা শিক্ষায় সর্বোচ্চ দু’বছর আগে পাস করা শিক্ষার্থীরা সুযোগ পায়। একসঙ্গে আবেদন নেয়া হলে এ ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হয়। এ কারণে এবার আলাদা আবেদন নেয়া হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আলাদা করা হলেও সাধারণ শিক্ষার কলেজ, মাদ্রাসা এবং কারিগরি কলেজে আবেদন ১৩ মে থেকেই নেয়া হবে। মোট তিন দফায় শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবে। ফল প্রকাশও হবে তিনবার। এর মধ্যে প্রথম দফায় ২৪ মে পর্যন্ত আবেদন করা যাবে। এছাড়া ১৯ ও ২০ জুন দ্বিতীয় এবং ২৪ জুন তৃতীয়বারের জন্য আবেদন করা যাবে। মোট তিন দফায় আবেদনের ফল প্রকাশ করা হবে। কলেজ পাওয়ার পর শিক্ষার্থীদের ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত (নিশ্চায়ন) করতে হবে। নইলে শিক্ষার্থীর কলেজ-মাদ্রাসায় বরাদ্দকৃত আসনের পাশাপাশি আবেদনটিও বাতিল হয়ে যাবে। সে ক্ষেত্রে ফের আবেদন করতে হবে।

এবার একাদশ শ্রেণীর সব আসনেই শিক্ষার্থী ভর্তি করা হবে মেধার ভিত্তিতেই। আবেদনপত্রে কলেজ ও মাদ্রাসার পছন্দক্রম দিতে হবে। একবার আবেদন দাখিল করলে সেই পছন্দক্রম আর পরিবর্তন করা যাবে না। শিক্ষার্থীদেরকে অবশ্যই নির্বাচিত প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। এমনি নানা বিধান রেখে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছে।

সোমবার প্রকাশিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন স্বাক্ষরিত একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালায় অনুমতি বা স্বীকৃতিবিহীন কলেজ ও মাদ্রাসায় ভর্তি নিষিদ্ধ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, প্রথমপর্যায়ে আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে ১০ জুন। এর আগে এসএসসি ও দাখিলের ফলাফলের পুনঃনিরীক্ষণে আবেদনকারীদের কাছ থেকে ৫ ও ৬ জুন আবেদন নেয়া হবে। প্রথম পর্যায়ের ফলে কলেজ পাওয়া শিক্ষার্থীদেরকে ১১ থেকে ১৮ জুনের মধ্যে মনোনয়ন নিশ্চায়ন করতে হবে।

দ্বিতীয় পর্যায়ের আবেদন নেয়া হবে ১৯ ও ২০ জুন। ফল প্রকাশ করা হবে ২১ জুন। একইদিন পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল (প্রথমবার কলেজ পছন্দ না হওয়া প্রার্থীদের বিকল্প কলেজ) প্রকাশ করা হবে। এই দফায় নির্বাচিতরা ২২ ও ২৩ জুন মনোনয়ন নিশ্চায়ন করবে। তৃতীয় পর্যায়ের আবেদন নেয়া হবে ২৪ জুন। পরের দিন দ্বিতীয় পর্যায়ের মাইগ্রেশন এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে।

তিন দফা আবেদন গ্রহণ ও ফল প্রকাশের পর ২৭ জুন শুরু হবে কলেজে ভর্তি কার্যক্রম। ৩০ জুন পর্যন্ত কলেজের টাকা জমা দিয়ে শিক্ষার্থীরা ভর্তি সম্পন্ন করবে। ১ জুলাই শুরু হবে তাদের ক্লাস।

কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে - dainik shiksha কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে বিলেত সফরে শিক্ষামন্ত্রী - dainik shiksha বিলেত সফরে শিক্ষামন্ত্রী ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা - dainik shiksha ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন - dainik shiksha সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল - dainik shiksha ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে - dainik shiksha নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.008903980255127