please click here to view dainikshiksha website

তৃতীয় শিক্ষকের বিরুদ্ধে এমপিওভুক্তির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ১৩, ২০১৭ - ১১:৪৯ অপরাহ্ণ
dainikshiksha print

তৃতীয় শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে এমপিওভুক্তির অভিযোগ উঠেছে নেত্রকোনার পূর্বধলা ডিগ্রি কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে। এদের মধ্যে রয়েছে পূর্বধলা ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক হাবিবুন্নাহার এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক চিত্র খানম।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠি থেকে জানা যায়, গত ৭ই জুন তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সাত দিনের মধ্যে মতামত প্রেরণের নির্দেশ প্রদান করা হয়। এ মতামতের জন্য পত্রটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ পরিচালক, পূর্বধলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের কাছে প্রেরণ করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট দুই শিক্ষকের এমপিও যথার্থ কিনা সেবিষয়ে কোন ধরনের মতামত প্রেরণ করেনি তারা।

তাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ পরিচালকের কাছে এ বিষয়ে সুস্পষ্ট মতামত প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে। মতামত না প্রদান করলে বা সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন:

Execution time: 2.8355829715729