please click here to view dainikshiksha website

নোবিপ্রবিতে আইডিয়া ইনোভেশন বিষয়ক কর্মশালা

নোবিপ্রবি প্রতিনিধি | আগস্ট ১০, ২০১৭ - ৯:০৮ অপরাহ্ণ
dainikshiksha print

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মোবাইল গেমস এবং এপস ডেভেলপমেন্টের উপর আইডিয়া ইনোভেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ই আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর দ্বিতীয় তলায় এই কর্মশালা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান ড. আশিকুর রহমান খান, প্রজেক্ট মেনেজমেন্ট এন্ড কনসালটেন্ট ইন স্কিল ডেভেলপমেন্ট ফর মোবাইল গেইম এন্ড এপ্লিকেশন প্রজেক্ট ড. মোঃ জানে আলম প্রমুখ। অনুষ্টানটির সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হুমায়ুন কবির।

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মশালার একপর্যায়, আইসিটি ডিভিশন-এর পক্ষ হতে নোবিপ্রবিতে মোবাইল গেইম এন্ড এ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য একটি ল্যাব তৈরি করে দেবার অঙ্গীকার করা হয়।

সংবাদটি শেয়ার করুন:


আপনার মন্তব্য দিন