please click here to view dainikshiksha website

পাঁচবিবিতে সাপের কামড়ে শিক্ষকের মৃত্যু

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি | আগস্ট ৪, ২০১৭ - ৩:২৫ অপরাহ্ণ
dainikshiksha print

জয়পুরহাটের পাঁচবিবিতে সাপের কামড়ে আলম হোসেন (৩৮) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের নন্দইল গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।

নিহতের বড়ভাই সোহরাব হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার (০৩ আগস্ট) সন্ধ্যায় আলম হোসেন বাড়ির উঠানে বসে ছিলেন। এ সময় চেঁচামেচি করে একটি মুরগী তার গায়ে এসে পড়ে। তিনি মুরগীটি ধরে ঘরের মধ্যে রাখতে গেলে গোখরা সাপ তার পায়ে কামড় দেয়। স্থানীয় ওঁঝা ঝাঁড়ফুঁক দিয়ে প্রথমে বিষ নামানোর চেষ্টা করে। পরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে প্রতিষেধক ভ্যাকসিন না থাকায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। স্থানীয় লোকজন সাপটি ধরে রাখে।

সংবাদটি শেয়ার করুন:


আপনার মন্তব্য দিন