বাগেরহাটের শরণখোলার আমড়াগাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন খাঁনকে মারধরের ঘটনায় , তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই প্রতিষ্ঠানের শিক্ষক হাসানুজ্জামান বাবুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এদিকে, শিক্ষকের ওপর হামলায় জড়িতদের বিচারের দাবিতে বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল ১০ টায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি বৃহস্পতিবার বেলা ১১ টায় সংবাদ সম্মেলন করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও কৃষি বিভাগের উপ-পরিচালক (অবঃ) শহিদ হোসেন বাবুল শিক্ষার্থীদের ক্লাশ বর্জন ও বিক্ষোভ মিছিলের বিষয়টি স্বীকার করে দৈনিকশিক্ষা ডটকমকে জানান, ‘আজ সকালে আমার সভাপতিত্বে অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।’
শরণখোলা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ নূরুল আলম ফকিরকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন, মামলা দায়ের, এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিদ্যালয়ের কম্পিউটার বিভাগের শিক্ষক হাসানুজ্জামান বাবুকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান শহিদ হোসেন বাবুল।