প্রধান শিক্ষকদের ১১ ও সহকারীদের ১৩তম গ্রেডে বেতন অনুমোদন - দৈনিকশিক্ষা

প্রধান শিক্ষকদের ১১ ও সহকারীদের ১৩তম গ্রেডে বেতন অনুমোদন

রুম্মান তূর্য |

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের ১১তম  সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতনের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আর সহকারী প্রধান শিক্ষকদের পদ সৃজন করা হলে ১৩ তম গ্রেডে বেতন দেয়া হবে।  আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রাথমিকের শিক্ষক নেতাদেরকে এ তথ্য জানিয়েছেন গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন। সচিবের সাথে বৈঠকশেষে দৈনিক শিক্ষাডটকমকে এমনটাই জানিয়েছেন শিক্ষক নেতারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণশিক্ষা সচিব আকরাম আল হোসেনের সাথে বেতন বৈষম্য নিরসন তথা প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবি আদায়ে বৈঠকে বসেন। এতে  প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ৬জন ও সহকারী শিক্ষক মহাজোটের ৫ জন নেতা অংশগ্রহণ করেন। দুই পক্ষের নেতারাই বৈঠক শেষে দৈনিক শিক্ষা ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেন। 

সভাশেষে শিক্ষক নেতারা দৈনিক শিক্ষাডটকমকে জানান, প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড, সহকারী প্রধান শিক্ষকদের ১২তম ও সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দেয়ার কথা গণশিক্ষা সচিব বলেছেন। সচিব জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতনের প্রস্তাব ইতোমধ্যে অনুমোদন দিয়েছে। তবে, সহকারী প্রধান শিক্ষকদের পদসৃজন হলে তাদের ১২ তম গ্রেডে বেতন দেয়া হবে। পদ সৃজনের কাজ প্রক্রিয়াধীন।  

তবে, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতি নিশ্চিত করা হয়েছে বলেও সচিব শিক্ষক নেতাদের জানিয়েছেন। প্রধান শিক্ষক পদে আর সরাসরি নিয়োগ দেয়া হবে না।

তবে, প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড ও সহকারীদের ১৩তম গ্রেডে বেতন অনুমোদন মেনে নেন নি। দুই পক্ষের নেতারাই ঘোষিত কর্মসূচি অব্যাহত রাখবেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন। 

প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা আনোয়ারুল ইসলাম তোতা দৈনিক শিক্ষাডটকমকে জানান, আমরা পূর্ব ঘোষিত কর্মসূচি অর্থাৎ পরীক্ষা বর্জনের সিদ্ধান্তে অটল আছি। তবে, আগামীকাল জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সাথে বসবো। বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

১৭ নভেম্বর থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হবে। ১৩ নভেম্বরের মধ্যে দাবি না মানলে পরীক্ষা বর্জন করবেন তারা। 

এ দিকে সহকারী শিক্ষক মহাজোটের শিক্ষক নেতা শাহিনূর আল-আমিন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সহকারী শিক্ষকরা ১৩ তম গ্রেডে বেতন মানেন না। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো। সহকারী শিক্ষক মহাজোট পরীক্ষা বর্জনের ঘোষণা দেননি। সহকারী শিক্ষকরা পূর্ব ঘোষিত কর্মসূচির আওতায় আগামী ২৫ বা ২৬ ডিসেম্বর শিক্ষকদের মহাসমাবেশের আয়োজন করবো।  আর সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেডে বেতনের দাবি বাস্তবায়ন না হলে ৪ জানুয়ারি থেকে সব স্কুলে ধর্মঘট পালন করবেন শিক্ষকরা। স্কুলগুলোতে তালা ঝুলিয়ে দেয়া হবে। আমরা সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টিও মানি না। 

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0039868354797363