please click here to view dainikshiksha website

ভিমরুলের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

পাবনা প্রতিনিধি | আগস্ট ১০, ২০১৭ - ৪:৫৭ অপরাহ্ণ
dainikshiksha print

পাবনার বেড়ায় ভিমরুলের কামড়ে ওবায়দুল (১০) নামে এক স্কুলছাত্র মারা গেছে। সে উপজেলার আমিনপুর থানার মাশুন্দিয়া ইউনিয়নের রূপগঞ্জ গ্রামের আব্দুল রশিদ মণ্ডলের ছেলে ও রূপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার ( ১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ওবায়দুল তার বন্ধুদের সাথে স্কুলে যাচ্ছিল। এ সময় তার কয়েক সহপাঠী সড়কের পাশের একটি গাছে থাকা ভীমরুলের চাকে ঢিল ছোঁড়ে। এ সময় কয়েকটি ভীমরুল ওবায়দুলের গায়ে হুল ফোটালে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে স্থানীয় চিকিৎসক ডা. দুলাল মণ্ডল জানান, ভিমরুল খুবই বিষাক্ত প্রাণী। যেহেতু শিশু তাই ব্যথা সহ্য না করতে পারায় তার মৃত্যু হয়েছে। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড জেড এম তাজুল হুদা শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন:


আপনার মন্তব্য দিন