মাদরাসার পাঠ্যবই বদলাতে বাংলাদেশি বিশেষজ্ঞ নেবে শ্রীলংকা | বিবিধ নিউজ

মাদরাসার পাঠ্যবই বদলাতে বাংলাদেশি বিশেষজ্ঞ নেবে শ্রীলংকা

এক সময় অন্য ধর্মের মানুষ সম্পর্কে চরম নেতিবাচক তথ্য-উপাত্তে ঠাসা ছিল বাংলাদেশের মাদরাসার পাঠ্যবই। জেহাদ সম্পর্কে ছিল অপব্যাখ্যা, নারী নেতৃত্ব সম্পর্কে ছিল নেতিবাচক তথ্য ও মন্তব্য। কিন্তু এখন সময় বদলেছে। গত দশ বছরে বাংলাদেশের মাদরাসা শিক্ষাক্রমের ব্যাপক পরিবর্তন এনেছে আওয়ামী লীগ সরকার। ইতোমধ্যে এর সু

এক সময় অন্য ধর্মের মানুষ সম্পর্কে চরম নেতিবাচক তথ্য-উপাত্তে ঠাসা ছিল বাংলাদেশের মাদরাসার পাঠ্যবই। জেহাদ সম্পর্কে ছিল অপব্যাখ্যা, নারী নেতৃত্ব সম্পর্কে ছিল নেতিবাচক তথ্য ও মন্তব্য। কিন্তু এখন সময় বদলেছে। গত দশ বছরে বাংলাদেশের মাদরাসা শিক্ষাক্রমের ব্যাপক পরিবর্তন এনেছে আওয়ামী লীগ সরকার। ইতোমধ্যে এর সুফল পাওয়া শুরু করেছে বাংলাদেশ। আর এই সুনামের খবর দেশের সীমানাও ছাড়িয়েছে। জঙ্গি হামলায় ক্ষত-বিক্ষত শ্রীংলকানরা তাদের দেশের মাদরাসার শিক্ষাক্রম আধুনিকায়নে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে। বাংলাদেশের মাদরাসা কারিকুলাম বিশেষজ্ঞরা শ্রীলংকার মাদরাসার জন্য আধুনিক বই প্রণয়নে সহযোগিতা করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগের একজন কর্মকর্তা দৈনিক শিক্ষাকে বলেন, শ্রীলংকার হাই কমিশন সাম্প্রতিক এক চিঠিতে বাংলাদেশের মাদরাসা কারিকুলাম বিশেষজ্ঞ চেয়েছেন। ওই চিঠির প্রেক্ষিতে একাধিক বিশেষজ্ঞ মনোনয়ন দেয়া হবে। শিগগিরই বাংলাদেশ শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কাছে কয়েকজন বিশেষজ্ঞের নাম চাওয়া হবে।

শ্রীলংকায় রয়েছে ৭৪৯টি মুসলিম স্কুল ও ২০৫ টি মাদারাসা। দেশটির মোট জনসংখ্যার প্রায় দশ ভাগ মুসলমান।