ভারতীয় উপমহাদেশের কালজয়ী সংগীতশিল্পী মান্না দের জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। মান্না দে স্মরণে এ অনুষ্ঠানে থাকবে ভারতের শিল্পী ডা. অমিতাভ চন্দ, বাংলাদেশের শিল্পী মৃদুলা সমাদ্দার এবং আবৃত্তি শিল্পী সামিউল ইসলাম পোলাকের পরিবেশনা।
আজ গুলশান অ্যাভিনিউয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় হবে এ অনুষ্ঠান। ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মান্না দে উপমহাদেশের সেরা সংগীতশিল্পীদের একজন। তার প্রকৃত নাম প্রবোধ চন্দ্র দে।
হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটিসহ অনেক ভাষায় তিনি ৬০ বছরেরও অধিক সময় সংগীতচর্চা করেছেন। ১৯১৯ খ্রিষ্টাব্দে ভারতে জন্মগ্রহণ করেন তিনি। ২০১৯ খ্রিষ্টাব্দ মহান এই শিল্পীর জন্মশতবর্ষ। সংগীত জগতে অসামান্য অবদানের জন্য মান্না দে ভারত সরকার কর্তৃক ১৯৭১ খ্রিষ্টাব্দে পদ্মশ্রী, ২০০৫ খ্রিষ্টাব্দে পদ্মবিভূষণ ও ২০০৭ খ্রিষ্টাব্দে দাদাসাহেব ফালকে সম্মাননা পেয়েছে।