যৌন হয়রানি : শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকার অভিযোগ | স্কুল নিউজ

যৌন হয়রানি : শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকার অভিযোগ

কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে সহকর্মী শিক্ষিকার দায়ের করা যৌন হয়রানির অভিযোগ তদন্ত শুরু করেছে কমিটি। বৃহস্পতিবার দুপুরে তদন্ত কমিটির প্রধান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমূল হকের কাছে সাক্ষ্য দেন অভিযোগকারী শিক্ষিকা ও অভিযুক্ত শিক্ষক।

কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে সহকর্মী শিক্ষিকার দায়ের করা যৌন হয়রানির অভিযোগ তদন্ত শুরু করেছে কমিটি। বৃহস্পতিবার দুপুরে তদন্ত কমিটির প্রধান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমূল হকের কাছে সাক্ষ্য দেন অভিযোগকারী শিক্ষিকা ও অভিযুক্ত শিক্ষক। 

শিক্ষিকার দাবি, অভিযোগ প্রত্যাহারের জন্য তার ওপর চাপ দিচ্ছেন শিক্ষক ও তার অনুগতরা। জানা গেছে, কারিগরি শাখার শিক্ষক বিদ্যুৎকুমার দাসের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের এক শিক্ষিকা যৌন হয়রানির অভিযোগ করেন।

 

অভিযোগকারী শিক্ষিকা জানান, দেড় বছরেরও বেশি সময় ধরে শিক্ষক বিদ্যুৎ দাস তাকে শারীরিক ও মানসিকভাবে উত্ত্যক্ত করে আসছে। প্রথম দিকে তিনি প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষকের কাছে মৌখিক অভিযোগ করেছিলেন। কিন্তু দীর্ঘদিনেও প্রতিকার না পেয়ে অবশেষে বাধ্য হয়ে ৩ ফেব্রুয়ারি বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। 

এরপর থেকে ওই শিক্ষক তার দুই সন্তানদের হুমকি দিয়ে আসছে। ওই শিক্ষিকাকে ফেনীর রাফির পরিণতির শিকার হতে হবে বলে হুমকি দিচ্ছে। তিনি অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

শিক্ষক বিদ্যুৎ কুমার দাসের সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, অভিযোগের কথা তিনি শুনেছেন। ওই শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটিতে তাকে হাজির হওয়ার চিঠি দিয়েছে। তিনি বলেন, এখনো অভিযোগ পত্র দেখেননি।