please click here to view dainikshiksha website

শিক্ষা ক্যাডারে পদোন্নতির সভা মুলতুবির নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ৯, ২০১৭ - ৪:৩২ অপরাহ্ণ
dainikshiksha print

বি সি এস সাধারণ শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপকদের অধ্যাপক পদে পদোন্নতির লক্ষ্যে শুরু হওয়া সভাটি মুলতুবি করা হয়েছে।

মঙ্গলবার (৮ই আগস্ট) সকাল ১০ টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: সোহরাব হোসাইনের সভাপতিত্বে সভাটি মন্ত্রণালয়ের সভাকক্ষে শুরু হয়। শুরুর দুই ঘন্টার কিছু বেশি সময় পর সভা মুলতুবি করা হয়। সচিব এ খবর নিশ্চিত করেছেন। সহকারি ও সহযোগী পদে পদোন্নতির লক্ষ্যে তালিকা প্রস্তুত করে অতিসত্বর মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেয়া হয়। এর ফলে অধ্যাপক পদে পদোন্নতি প্রত্যাশীদের আরো কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। অনেকেই আশা করছিলেন আজকের সভায়ই পদোন্নতির চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বিশ্বস্ত সূত্রমতে, ১৮ মহিলা কলেজ সংক্রান্ত বিষয়ে উচ্চ আদালতের দেয়া সোমবারের এক আদেশে অধ্যাপকের ৮৯টি পদ সংরক্ষণ নিশ্চিত করতে বলা হয়েছে। সকাল নয়টায় বাদীপক্ষ আদেশের কপি সচিবালয় ও শিক্ষা অধিদপ্তরে পৌঁছে দেন। এছাড়াও সভার জন্য প্রস্তুত করা তালিকায় অসঙ্গতি, বি সি এস সাধারণ শিক্ষা ক্যাডারের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে পদোন্নতি দেয়ার লক্ষ্যে গোঁজামিল দেয়ায় বিরক্ত হয়েছেন অনেকেই। এসবই সভা মুলতুবির অন্যতম কারণ বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, সমিতির কয়েকজন বিতর্কিত ও সুবিধাভোগী নেতার অবাঞ্ছিত আচরণে ক্ষুব্ধ হয়েছেন মন্ত্রণালয় ও শিক্ষা ক্যাডারের সাধারণ সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন:


পাঠকের মন্তব্যঃ ৯টি

 1. মোঃ আবুল হাসান তারেক, প্রভাষক, হোসেন আলী ডিগ্রি কলেজ, বেলাব, নরসিংদী। says:

  ২৮৫ কলেজ জাতীয়করনের গেজেটের অগ্রগতির খবর কি জানান

 2. এম,এ,মামুন says:

  জাতীয়করণে তালিকাভুক্ত কলেজগুলোর জিও দিতে কেন এত বিলম্ব হচ্ছে?

 3. প্রতাপ কুমার মন্ডল, সহকারী অধ্যাপক, হাজী জামালউদ্দিন কলেজ, পাবনা। says:

  285 কলেজের জাতীয়করণের সরকারি আদেশ কবে হবে? তালিকাভুক্ত কলেজগুলির জি,ও, দিতে কালক্ষেপ কেন?

 4. Md Masud Rana Asst. Teacher Nandigram Pilot High School Nandigram ,Bogra. says:

  42ti high school Ar jatiokoroner deri keno?😮

 5. ABU SUFIAN.. assistant teacher..Patanusher high school. Kamalgonj.Moulvibazar says:

  ১৩/১১/১১ এর কালো প্রজ্ঞাপন বাতিল করে সকল শাখা শিক্ষক দের এম,পি,ও দিন।।
  ব্যবসায় শাখাকে মূল প্যাট্যার্ন ভুক্ত করে শুন্য পদ হিসেবে ঘোষনা করে এ শাখার সকল শিক্ষক দের এম,পি,ও দিন।।

 6. শাহিনুর আলম, প্রভাষক,ডিমলা মহিলা মহাবিদ্যালয়,নীলফামারী says:

  সদ্য জাতীয়করণ কৃত কলেজ গুলোর গ্যাজেট প্রকাশ হলে, ক্যাডারদের পদন্নতিতে কোন বাধায় থাকতনা?

 7. Man says:

  ২৮৫ কলেজ জাতীয়করনের গেজেটের অগ্রগতির খবর কি জানান Please.

 8. Bichakshan Mandal says:

  সুবিধা ভোগীদের এই সমিতি বন্ধ করা উচিৎ।

আপনার মন্তব্য দিন