please click here to view dainikshiksha website

শিবিরের হামলার প্রতিবাদে ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ইবি প্রতিনিধি | আগস্ট ৯, ২০১৭ - ২:৩৭ অপরাহ্ণ
dainikshiksha print

সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় দুই ছাত্রলীগ কর্মীর উপর শিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

বুধবার ( ৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল করে তারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে অনুষদ ভবনের নিচ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় টেন্টে এসে শেষ হয়। মিছিল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন আলো, সালাউদ্দিন আহম্মেদ সজল, আব্দুল ওয়াদুদ, নূরুল আলম, আবু হেনা মোস্তফা কামাল, ইকবাল হোসাইন রুদ্র, রিজভী আহমেদ পাপন, শাহানুর আলম শামীম, গোলাম মোস্তফা, তন্ময় শাহ, জোবায়ের, আব্দুল্লাহ আল মামুন, ফয়সাল সিদ্দিকী আরাফাত, শিবলুর রহমান প্রমুখ।

ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সিলেটে ছাত্রলীগ কর্মীদের উপর হামলার ঘটনায় যে বা যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের মাধ্যমে কঠোর শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন:


আপনার মন্তব্য দিন