সমুদ্রবন্দরে নেই কোনো সংকেত | বিবিধ নিউজ

সমুদ্রবন্দরে নেই কোনো সংকেত

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দুর্বল হয়ে চলে যাওয়ায় উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর। সেজন্য সমুদ্রবন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দুর্বল হয়ে চলে যাওয়ায় উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর। সেজন্য সমুদ্রবন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি।

সোমবার (১১ নভেম্বর) এক বার্তায় অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই সমুদ্রবন্দরগুলোকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা যাচ্ছে।

গত ১০ নভেম্বর বাংলাদেশের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। আগের দিন মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর, চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৭ নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করে আবহাওয়া দপ্তর।

সরকারি হিসাবে ঘূর্ণিঝড়ের কারণে চার জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঘরবাড়ি-ফসলাদিসহ বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।