please click here to view dainikshiksha website

স্কুল-কলেজ মাঠে পশুর হাট না বসানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ৫, ২০১৭ - ১১:২৩ অপরাহ্ণ
dainikshiksha print

স্কুল-কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের মাঠে কোরবানির পশুর হাট না বাসনোর নির্দেশ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে সম্প্রতি মাঠ প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

প্রতি বছরই ঈদুল আজহার আগে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসানোর অভিযোগ ওঠে। এতে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটে। তবে এবার যেন এ ধরনের কোনো অভিযোগ না ওঠে তাই আগে থেকেই নির্দেশনা দেয়া হয়েছে।

শুধু শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ নয়, খেলার মাঠ, রেললাইন ও মহাসড়কের কাছাকাছি এলাকাসহ জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন স্থানে ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট না বাসানোর নির্দেশ দেয়া হয়েছে চিঠিতে।

নির্দেশনার চিঠিটি সকল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, পৌরসভার মেয়র বা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়র পরিষদের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।

উল্লেখ্য, জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২রা সেপ্টেম্বর বাংলাদেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন:


পাঠকের মন্তব্যঃ ৮টি

 1. মোঃ হবিবর রহমান, প্রভাষক, পরিসংখ্যান, বীরগঞ্জ ডিগ্রী কলেজ, দিনাজপুর। says:

  খুবই ভালো একটা সিদ্ধান্ত। রাজনৈতিক কারনে বাস্তবায়ন নাও হতে পারে।

 2. মুন্নাফ হোসেন, সহকারী শিক্ষক(ইংরেজী), মোহাম্মদনগর উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ। says:

  good decision….

 3. Khasru says:

  সিদ্বান্ত ভাল। বাস্তবায়ন হলে তো অনেক ভাল।

 4. মিজানুর রহমান ভূঞা, আইসিটি শিক্ষক, মেটংঘর বি. আর. আই. এম উচ্চ বিদ্যালয়, মুরাদনগর, কুমিল্লা। says:

  ভাল সিন্ধান্ত, তবে তা বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন।

 5. মো:সাইফুল ইসলাম,অধ্যক্ষ কোহিনৃর হাইস্কুল অ্যান্ড কলেজ,তরগাও,কাপাসিয়া,গাজীপুর। says:

  সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সরকারকে কঠিন হতে হবে।শিক্ষামন্ত্রনালয় থেকে পরিপত্র দেওয়া উচিৎ।

 6. Md. Monoarul Islam says:

  ভাল সিদ্ধান্ত।

 7. Shahidur Rahman,Sarishabsri. says:

  যাদের মাঠে সব সময় গরু থাকে।

 8. মুহা. গোলাম রাব্বানী। প্রভাষক কাদলা এস এস ফাযিল মাদ্রাসা। says:

  GOOD. Decision.

আপনার মন্তব্য দিন