please click here to view dainikshiksha website

হবিগঞ্জে ২২ শিক্ষার্থী আটক

হবিগঞ্জ প্রতিনিধি | আগস্ট ৯, ২০১৭ - ৯:৪২ পূর্বাহ্ণ
dainikshiksha print

হবিগঞ্জে ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন ফাস্টফুডের দোকানে আড্ডা দেয়ার সময় ২২ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের প্রত্যেকের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে শহরে বেশ কিছু ফাস্টফুডের দোকান গড়ে উঠে। এর প্রায় সবগুলোই গড়ে উঠেছে জেলার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশপাশে। এসব দোকানে বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, বৃন্দাবন সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডায় মশগুল থাকে। এতে পরীক্ষায় খারাপ ফলাফল করছে তারা। অনেকেই আবার বিপথগামী হচ্ছে। এ নিয়ে বিভিন্ন সময় সুধীসমাজ এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, আটককৃতদের প্রায় সবাই শিশু বয়সের। তারা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছিল। এতে একদিকে তাদের পরীক্ষার ফলাফল খারাপ হচ্ছে, অন্যদিকে অনেকেই বিপথগামী হচ্ছে। সুশীল সমাজের দাবির প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সাথেও কথা হয়েছে। তিনি বলেন, তাদেরকে বলেছি তারা যেন শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে কাউন্সিলিং করেন।

সংবাদটি শেয়ার করুন:


পাঠকের মন্তব্যঃ ১টি

  1. Md abdur rouf says:

    Gram er obasta aro korub. Gram e ovijan calano uchit.

আপনার মন্তব্য দিন