অবশেষে ধর্ম ও বিজ্ঞান বই পেলো কমলনগরের শিক্ষার্থীরা - Dainikshiksha

অবশেষে ধর্ম ও বিজ্ঞান বই পেলো কমলনগরের শিক্ষার্থীরা

বেলাল হোসেন জুয়েল, কমলনগর প্রতিনিধি |

দৈনিক শিক্ষায় সংবাদ প্রকাশের পর অবশেষে ধর্ম ও বিজ্ঞান বিষয়ের পাঠ্যবই হাতে পেয়েছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চতুর্থ ও পঞ্চম শ্রেণির ১১ হাজার শিক্ষার্থী। বরাদ্দ পাওয়ার সাথে সাথেই বুধবার (৬ জানুয়ারি) সকাল থেকে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের মাঝে বইগুলো বিতরণ করেন। এর আগে বই উৎসবের দিন (১ জানুয়ারি) বরাদ্দ না পাওয়ায় ওই দুই শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের বই তাদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) খগেন্দ্র চন্দ্র সরকার জানান, বরাদ্দ না পাওয়ায় বই উৎসবের দিন উপজেলার সবকটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছয় হাজার ৫০০ এবং পঞ্চম শ্রেণির চার ৫০০ জন শিক্ষার্থীর মাঝে ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের বই বিতরণ করা যায়নি। তবে, মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে অধিদপ্তর থেকে বই বরাদ্দ পাওয়ার পর বুধবার ভোরেই তা সকল বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মাঝে বইগুলো বিতরণ করেন।

বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের কমলনগর উপজেলা শাখার আহ্বায়ক আবদুস সহিদ সুমন জানান, প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ১১ হাজার শিক্ষার্থী বই না পাওয়ার খবরটি ১ জানুয়ারি দৈনিক শিক্ষাডটকমে প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরের কর্তা ব্যক্তিরা নড়েছড়ে বসে। খুব দ্রুত এ সঙ্কট সমাধানে উদ্যোগ নিয়ে তারা বুধবার সকালেই উপজেলার বিদ্যালয়গুলোতে বই পৌঁছে দেন।

ওই তিন বিষয়ের বই পেয়ে তিনিও তার বিদ্যালয়ের (দক্ষিণ চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়) চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বইগুলো বিতরণ করেছেন বলে জানান।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও পূর্ব চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান জানান, বুধবার সকালে বই বরাদ্দ পেয়ে দুপুরের মধ্যেই তিনি ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করে দিয়েছেন। ফলে তার বিদ্যালয়ে আর কোনো বইয়ের সঙ্কট নেই।

উল্লেখ্য, শুক্রবার (১ জানুয়ারি) দৈনিক শিক্ষাডটকমে ‘কমলনগরের শিক্ষার্থীরা ধর্ম ও বিজ্ঞান বিষয়ের বই পায়নি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদটি দেখে সংশ্লিষ্ট দপ্তর দ্রুত সঙ্কট সমাধানের উদ্যোগ নেন।

মাধবীলতা নয়, স্কুলের নাম কচুগাড়ি পুনর্বহালের দাবি - dainik shiksha মাধবীলতা নয়, স্কুলের নাম কচুগাড়ি পুনর্বহালের দাবি খুদে শিক্ষার্থীর হাতে অস্ত্র কেনো! - dainik shiksha খুদে শিক্ষার্থীর হাতে অস্ত্র কেনো! এইচএসসির ফরম পূরণ শুরু আজ - dainik shiksha এইচএসসির ফরম পূরণ শুরু আজ মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে - dainik shiksha মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে মুজিবনগর দিবসে সব স্কুল-কলেজে আলোচনা - dainik shiksha মুজিবনগর দিবসে সব স্কুল-কলেজে আলোচনা মেয়াদোত্তীর্ণ শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি পোড়ানো কেমন প্রতিবাদ! - dainik shiksha মেয়াদোত্তীর্ণ শিক্ষক নিবন্ধন সনদের ফটোকপি পোড়ানো কেমন প্রতিবাদ! কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.004641056060791