আওয়ামী লীগের আশ্বাসে ননএমপিও শিক্ষকদের আন্দোলন স্থগিত - দৈনিকশিক্ষা

আওয়ামী লীগের আশ্বাসে ননএমপিও শিক্ষকদের আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক |

ফের আওয়ামীলীগের প্রতিনিধি দলের আশ্বাসে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবীতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) বেলা একটার দিকে প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষকদের এ অবস্থান কর্মসূচি তুলে নেয়া হয়।

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারি ফেডারেশনের ব্যানারে সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন শিক্ষকরা। তবে তাদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করা আওয়ামী লীগের প্রতিনিধি দলের ক্রমাগত অনুরোধ আর শিক্ষকদের দাবীপূরণের আশ্বাসে শিক্ষকরা বেলা একটার দিকে তাদের অবস্থান কর্মসূচি তুলে নেয়।

এ বিষয়ে ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মো. এশারত আলী দৈনিক শিক্ষাডটকমকে জানান, আমরা প্রতিদিনের মত আজকেও আমাদের দাবী আদায়ের লক্ষ্যে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছিলাম। তবে আওয়ামী লীগের যে প্রতিনিধি দলটি গতকাল আমাদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছিল তারা বার বার আন্দোলন তুলে নিতে অনুরোধ করেন। পাশাপাশি আমাদের ন্যায্য দাবী প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরে তা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। তবে তারা শর্ত দেন এক্ষেত্রে অবশ্য আন্দোলন তুলে নিতে হবে। তাই আমরা আর কোন রাস্তা না পেয়ে আপাতত আমাদের আন্দোলন কর্মসূচি স্থগিত রেখেছি।

এশারত আলী আরও বলেন, তাছাড়া এ বিষয়ে আলোচনা করতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের আজ সন্ধা ৬টায় আমাদেরকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ডেকেছেন। সেখানে আওয়ামী লীগের প্রতিনিধি দলটিও থাকবেন। দুই পক্ষের বক্তব্য শেষে ওবায়েদুল কাদের এ বিষয়ে দিকনির্দেশনা দেবেন। এছাড়া ওবায়েদুল কাদের আমাদের দাবীগুলো প্রধানমন্ত্রীর সামনে গুরুত্বের সাথে তুলে ধরবেন বলে এর আগে আমাদের আশ্বাস দিয়েছিলেন।

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি ও যোগদানের দিন থেকে চাকরির বয়স গণনার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীরা।

এর আগে শনিবার সন্ধ্যায় ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে ৭ সদস্যের ১টি প্রতিনিধিদল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন ৷

তারও আগে গত ৮ জানুয়ারি  প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা। এরপর ৯ জানুয়ারি মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে শিক্ষকদের মানবাধিকার লঙ্ঘণের প্রতি দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপি দেয় সংগঠনটি। ফেডারেশন নেতৃবৃন্দের মতে, সারাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদ্রাসা) বিভিন্ন স্তরের প্রায় ৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত নয়। যেখানে প্রায় এক লাখ শিক্ষক কর্মরত রয়েছেন।

 

 

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.006939172744751