আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের - Dainikshiksha

আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের

ময়মনসিংহ প্রতিনিধি |

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হোস্টেলের শিক্ষার্থীদের নিরাপত্তাসহ ৬ দফা দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষের দেয়া আশ্বাস বাস্তবায়ন শুরু না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল আন্দোলনকারীরা কলেজ ভবনের প্রধান ফটকে সকাল ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত তালা ঝুলিয়ে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

এ দিকে আন্দোলন চলাকালে কলেজ এ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেয়ার সিদ্ধান্ত হয়। সভা শেষে উপাধ্যক্ষ প্রফেসর ডা: আ ন ম ফজলুল হক পাঠান জানান, এ্যাকাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষার্থীদের ৬ দফা দাবি পর্যায়ক্রমে মেনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে আগামী সাত দিনের মধ্যে বাঘমারাস্থ হোস্টেলে অস্থায়ী পুলিশ ক্যাম্প ও সিসি ক্যামেরা স্থাপন, ছাত্র হোস্টেল এবং হাসপাতাল ক্যাম্পাসে অবস্থিত মহিলা হোস্টেলের গেট সংস্কার ও শিক্ষার্থীদের আইডি কার্ডসহ চার দফা দাবি বাস্তবায়ন করা হবে। হোস্টেলের সীমানা প্রাচীরের দেয়াল উঁচুকরণসহ কাঁটাতারের বেড়া প্রদান ও বাঘমারাস্থ ছাত্র হোস্টেল চরপাড়ায় কলেজ ক্যাম্পাসের কাছাকাছি স্থানান্তরকরণে সময় লাগবে বলে জানান তিনি।

এ ব্যাপারে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ৫১ ব্যাচের শিক্ষার্থী আব্দুস সাত্তার রাসেলসহ কিছু শিক্ষার্থী জানান, তাদের বেশির ভাগ দাবি মেনে নিয়েছেন কলেজ কৃর্তপক্ষ। তবে দাবিগুলোর বাস্তবায়ন কার্যক্রম দৃশ্যমান না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।

উল্লেখ, গত ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মেডিক্যাল কলেজ হোস্টেলের সেপটিক ট্যাংক থেকে কৃষ্টপুর এলাকার জাহাঙ্গীর নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে জটিল পরিস্থিতির কারণে মমেক শিক্ষার্থীরা নিরাপত্তাসহ ৬ দফা দাবিতে গত শনিবার থেকে ক্লাস বর্জন করে কলেজ ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন।

ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0066969394683838