ইতিহাসের চর্চা ও মনুষ্যত্বের পাঠ নিন: তথ্যমন্ত্রী - Dainikshiksha

ইতিহাসের চর্চা ও মনুষ্যত্বের পাঠ নিন: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |

ভাষার মাসে নতুন প্রজন্মকে বেশি করে ইতিহাস চর্চা ও মনুষ্যত্বের পাঠ নেওয়ার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিটিউটে বাংলাদেশ ইউনিভার্সিটির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে এ পরামর্শ দেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, “যে জাতি ইতিহাসকে সম্মান দেয় না, স্মরণ করে না, সে জাতি ইতিহাস তৈরি করতে পারে না। যাদের শেকড় নেই, শুধুমাত্র তারাই ইতিহাসের মর্যাদা দেয় না।”

ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রাপ্য সম্মান দেওয়া হচ্ছে না বলে মনে করেন জাসদ একাংশের সভাপতি ইনু।

“আসুন বীরের সম্মান দেই, শহীদ এবং নেতাদের শ্রদ্ধা করি ও ইতিহাসের চর্চা করি। তাহলে দেশকে এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে পারব।” ‘তেঁতুল হুজুরদের’ ফতোয়াতে কান না দিয়ে শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রাচীনত্বের চর্চা করার আহ্বান জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, “ধর্মের টুপি পড়ার আগে মনুষ্যত্বের টুপি পড়ুন। আমি আগে মানুষ, তারপর বাঙ্গালি, তারপর হিন্দু-মুসলমান। “ধর্মের টুপি আগে পড়লে ধ্বংস হয়ে যাবেন। আগে মানুষ হিসেবে পরিচিত হোন।”

এ সময় তরুণদের আধুনিক তথ্য ও প্রযুক্তি বিষয়ে আগ্রহী করতে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাবার পরিকল্পনা তথ্য মন্ত্রণালয়ের রয়েছে বলে জানান মন্ত্রী।

“শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই, আরও আধুনিক করতে চাই।” তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীদের আরও উৎসাহী হওয়ার পরামর্শ দিয়ে ইনু বলেন, “হাতে মোবাইল, কোলে ল্যাপটপ, দুনিয়া করব জয়।”

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর ও বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান কাজী জামিল আজহার উপস্থিত ছিলেন।

অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি - dainik shiksha চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0056300163269043