এমপিওভুক্ত ৭৫ স্কুল শিক্ষকের জন্ম তারিখ সংশোধন - দৈনিকশিক্ষা

এমপিওভুক্ত ৭৫ স্কুল শিক্ষকের জন্ম তারিখ সংশোধন

নিজস্ব প্রতিবেদক |

এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষক ও কর্মচারির এমপিও তালিকায় জন্ম তারিখ সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ২৩ মার্চ অনুষ্ঠিত এমপিওভুক্তির সভায় এ সিদ্ধান্ত হয়।

রাজশাহী ও যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অর্ন্তভুক্ত এসব শিক্ষক-কর্মচারির আবেদনের প্রেক্ষিতে মাউশি অধিদপ্তর তাদের এমপিও কপিতে শুধুমাত্র জন্ম তারিখ সংশোধনের সিদ্ধান্ত নেয়। আবেদনকারীরা সবাই স্কুল শিক্ষক।

জন্ম তারিখ সংশোধনের তালিকায় থাকা শিক্ষক-কর্মচারিদের নাম দৈনিকশিক্ষার পাঠকদের জন্য তুলে ধরা হলো:

মো. কবিরুল ইসলাম, সহকারি শিক্ষক (কৃষি, হুজরাপুর উচ্চ বিদ্যালয়, গোদাগাড়ী, রাজশাহী; মোছা: লিপি খাতুন, সহকারী শিক্ষক (বিজ্ঞান, ধোকড়াকুল উচ্চ বিদ্যালয়, পুটিয়া, রাজশাহী; মো.মহব্বত আলী,সহকারী শিক্ষক ( ইংরেজী),বাউসা বালিকা উচ্চ বিদ্যালয়, বাঘা, রাজশাহী; অখিল চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক ( সমাজ বিজ্ঞান), টেপারহাট উচ্চ বিদ্যালয় কালীগঞ্জ, লালমনিরহাট; নিবেদিতা হীরা, সহকারি শিক্ষক (কৃষি), তাঁতরা উচ্চ বিদ্যালয়, শেরপুর, বগুরা; মো. মিজানুর রহমান, সহকারি শিক্ষক (কৃষি), দক্ষিণভাগ উচ্চ বিদ্যালয়,সদর বগুরা; মো.মিঠু, সহকারী গ্রন্থাগারিক, শিবপুরহাট উচ্চ বিদ্যালয়, পুটিয়া রাজশাহী; মো.আব্দুল মোন্নাফ, সহকারী শিক্ষক ,দক্ষিন ব্যাপারীহাট স্কুল এন্ড কলেজ, নাগেশ্বরী, কুড়িগ্রাম; মোছা.উম্মে কুলসুম, সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান), কালিগঞ্জ এইচ, এ উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম; মো.মোজাম্মেল হক, সহকারি শিক্ষক, দক্ষিন ব্যাপারীহাট স্কুল এন্ড কলেজ, নাগেশ্বরী, কুড়িগ্রাম;

ধীরেন্দ্রনাথ রায়, সহকারি শিক্ষক, সুন্দরগ্রাম পুটিকাটা-দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, রাজারহাট কুড়িগ্রাম; সিরাজুল হক, সহকারি শিক্ষক (গণিত), পাঙ্গা রাণী লক্ষী প্রিয়া স্কুল এন্ড কলেজ, রাজারহাট কুড়িগ্রাম; রওশন আলী, সহকারি শিক্ষক (সমাজ বিজ্ঞান), আর,পি,এন শহীদ শাহজাহান কবীর উচ্চ বিদ্যালয়, চৌহালী সিরাজগঞ্জ; মো. সেলিম উদ্দিন, প্রধান শিক্ষক, জয়কুড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, সিংড়া, নাটোর; মো.ওমর ফারুক, সহকরী শিক্ষক (কম্পিউটার), চাঁদপাড়া দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা; মাহফুজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, পাটিকাঘাট সুলতানপুর আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়, পার্বতীপুর, দিনাজপুর; মো.মজিবর রহমান, সহকারি শিক্ষক (ইংরেজি), হড়মা উচ্চ বিদ্যালয়, সদর, চাঁপাইনবাবগঞ্জ; মো.আব্দুল বারী, জুনিয়র শিক্ষক, মহেলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, চাটমোহর, পাবনা; মো.নজিবুর রহমান, সহকারি প্রধান শিক্ষক, শোরকোল শিমলা উচ্চ বিদ্যালয়,বাগমারা, রাজশাহী;

মোছা: রওশন আরা খাতুন, সহকারি শিক্ষক (বাংলা), তাড়াশ বালিকা উচ্চ বিদ্যালয়, তাড়াশ, সিরাজগঞ্জ; মীরা রায়, সহকারি শিক্ষক (জীব বিজ্ঞান), সনকৈড় আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়, চিরিরবন্দর, দিনাজপুর; মো.আতিয়ার রহমান, সহকারি শিক্ষক (বিজ্ঞান), প্রস্তমপুর উচ্চ বিদ্যালয়, বিরামপুর, দিনাজপুর; লাভলী রায়, সহকারি শিক্ষক, কোদালকাটা উচ্চ বিদ্যালয়, বোচাগঞ্জ, দিনাজপুরে; মো.মজমুল হক, সহকারি প্রধান শিক্ষক, বিনোদনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, দিনাজপুর; সুফিয়া বানু, সহকারি গ্রন্থাগারিক, বিনোদনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, দিনাজপুর; অর্চনা রানী মহন্ত, সহকারি শিক্ষক (হিন্দু ধর্মীয়), বিজুল উচ্চ বিদ্যালয় বিরামপুর, দিনাজপুর; সুনীল চন্দ্র দেব শর্মা, সহকারি শিক্ষক (হিন্দু ধর্ম), বলেয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, কাহারোল, দিনাজপুর;

মো. রেজাউল করিম, সহকারি শিক্ষক (শরীরচর্চা), উল্যা সোনাতলা বালক উচ্চ বিদ্যালয়, সাঘাটা, গাইবান্ধা; মোছা:শামছুন্নাহার, সহকারি শিক্ষক, ঝাড়াবর্ষা উচ্চ বিদ্যালয়, সাঘাটা, গাইবান্ধা; চিত্রকান্ত রায়, সহকারি শিক্ষক, লক্ষীদ্বার উচ্চ বিদ্যালয়, আটোয়ারী, পঞ্চগড়; সন্ধা রানী সরকার, সহকারি শিক্ষক (কম্পিউটার),  প্রামানিক পাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, বোদা, পঞ্চগড়; শিপেন্দ্রনাথ বর্মন, সহকারি শিক্ষক, আমলাহার বালিকা উচ্চ বিদ্যালয়, সদর, পঞ্চগড়; মোঃ আব্দুল মতিন,  সহকারি প্রধান শিক্ষক, শরীফাবাদ স্কুল এন্ড কলেজ, কিশোরগঞ্জ, নীলফামারী; মোঃ খায়রুল ইসলাম, অফিস সহায়ক, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর, নীলফামারী;
মোছাঃ মনিরা খাতুন, সহকারি শিক্ষক (বাংলা), গোগর বালিকা উচ্চ বিদ্যালয়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও; মোছাঃ ফেরদৌসি বেগম, সহকারি শিক্ষক (সামাজিক বিজ্ঞান),  গোগর বালিকা উচ্চ বিদ্যালয়, রানীশংকৈল, ঠাকুরগাঁও; মোহাঃ সাহাবুদ্দিন, সহকারি শিক্ষক (ইংরেজি), টি. ইসলাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, হরিপুর, ঠাকুরগাঁও; মোহাঃ খাদেমুল ইসলাম,  সহকারি শিক্ষক,  হাজী সমির উদ্দিন উচ্চ বিদ্যালয়, আটোয়রী, পঞ্চগড়; মোছাঃ তহুরা আকতার, নিম্নমান সহকারি, কাতিহার উচ্চ বিদ্যালয়, রানীশংকৈল, ঠাকুরগাঁও; মাহমুদা খাতুন, সহকারি শিক্ষক (ইংরেজি), জাফরগজ্ঞ স্কুল এন্ড কলেজ, সদর, রংপুর; মোঃ কামরুজ্জামান, সহকারি শিক্ষক (সমাজ বিজ্ঞান), মমিনপুর স্কুল এন্ড কলেজ, সদর, রংপুর; মোঃ এরশাদুল হক, সহকারি শিক্ষক (শরীরচর্চা), কে.জি (কুতুব গনেশ) উচ্চ বিদ্যালয়, গংচড়া, রংপুর; মোঃ সাখাওয়াত হোসেন, সহকারি প্রধান শিক্ষক, ফতেপুর উচ্চ বিদ্যালয়, সদর, রংপুর;

মোছাঃ হোসনে আরা খাতুন, সহকারি শিক্ষক, বিরাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা; মোঃ আরিফুর রহমান, সহকারি প্রধান শিক্ষক, আব্দুলপুর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়, লালপুর, নাটোর; মোঃ মনিরুজ্জামান, সহকারি শিক্ষক (কৃষি),  রহিমপুর উচ্চ বিদ্যালয়, লালপুর, নাটোর; মোঃ আব্দুল ওয়াহাব, সহকারি শিক্ষক, ছাওড় মুলুকডাংগা বালিকা উচ্চ বিদ্যালয়, পোরশা, নওগাঁ;  মোঃ নাজমূল হোসাইন, সহকারি শিক্ষক, পানটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কুমারখালী, কুষ্টিয়া; রুমিয়া আক্তার, সহকারি শিক্ষক (বাংলা), বাঘরি বালিকা বিদ্যালয়, রাজাপুর, ঝালকাঠি; মোসাম্মত সালমা সুলতান, সহকারি শিক্ষক, কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কালিয়া, নড়াইল;

শৈলেশ চন্দ্র তাপাদার, সহকারি শিক্ষক, সেরাল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, আগৈলঝাড়া, বরিশাল; অশোক কুমার দন্ত, সহকারি শিক্ষক, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়, কেরাণীগঞ্জ, ঢাকা; ইশরাত জাহান, সহকারি শিক্ষক (ইংরেজি), ভরতকাঠী জি.আর মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি, ঝালকাঠি; মো. আলতাফ হোসেন, জুনিয়র শিক্ষক , রুপারঝোর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বাকেরগঞ্জ, বরিশাল; মো. কবির হোসেন, সহকারি শিক্ষক, কুতুবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, চরফ্যাশন, ভোলা; উত্তম কুমার মণ্ডল, সহকারি শিক্ষক (ব্যবসায় শিক্ষা), দক্ষিণ গাবতলী মাধ্যমিক বিদ্যালয়, সদর, পিরোজপুর; তাহমিনা আক্তার, সহকারি শিক্ষক, ছবাব আলী ইটাইল উচ্চ বিদ্যালয়, সদর, জামালপুর; মো. আনোয়ার হোসেন, সহকারি প্রধান শিক্ষক, ইটবাড়িয়া কদমতলা মাধ্যমিক বিদ্যালয়, সদর, বরগুনা; অনিবাশ চন্দ্র মণ্ডল, সহকারি শিক্ষক (গণিত), কীর্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়, সদর, ঝালকাঠি;
শেখ শহিদুর রহমান, সহকারি প্রধান শিক্ষক, সাতানী ভাদড়া স্কুল এণ্ড কলেজ, সদর, সাতক্ষীরা; স্বদেশ চন্দ্র সিংহ, সহকারি শিক্ষক (হিন্দু ধর্ম), গোয়ালকারী উচ্চ বিদ্যালয়, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও; মো. আক্তারুজ্জামান, সহকারি শিক্ষক , শুকুরেরহাট উচ্চ বিদ্যালয়, মিঠাপুকুর, রংপুর; মো. নিজাম উদ্দিন, সহকারি শিক্ষক, মৌডুবী মাধ্যমিক বিদ্যালয়, গলাচিপা. পটুয়াখালী; বিনোদ বিহারী দেবনাথ, সহকারি শিক্ষক, তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, কেরাণীগঞ্জ, ঢাকা; জিয়াউল আহসান, নিম্নমান সহকারি, কলারদোয়ানিয়া মাধ্যমিক বিদ্যালয়, নাজিরপুর, পিরোজপুর; মোহাম্মদ নূর ইসলাম হাওলাদার, অফিস সহকারি, ঘোপখালী লাল মিয়া মাধ্যমিক বিদ্যালয়, সদর, পটুয়াখালী।

মনোয়ারা বেগম, প্রধান শিক্ষক, প্রেমতলী সুকবাসিয়া উচ্চ বিদ্যালয়, গোদাগাড়ী, রাজশাহী; মো.সামছুল আলম তালুকদার, সহকারি শিক্ষক (শরীরচর্চা), ধরইল উচ্চ বিদ্যালয়, উল্লাপাড়া, সিরাজগঞ্জ; মো.আব্দুস সাত্তার মিয়া, প্রধান শিক্ষক, দহপাড়া উচ্চ বিদ্যালয়, ভাঙ্গুরা, পাবনা; মো.আব্দুর রহিম, নিম্নমান কাম-কম্পিউটার অপারেটর, আইডিয়াল বিদ্যানিকেতন.পাবর্তীপুর, দিনাজপুর; আরজুমান বানু,  নিম্নমান কাম- কম্পিউটার  অপারেটর, শাহনগর বালিকা উচ্চ বিদ্যালয়, শাজাহানপুর, বগুড়া; মো.শাহাবুব আলী, প্রধান শিক্ষক, খাদিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মিরপুর, কুষ্টিয়া; বিবেকান্দ মজুমদার, সহকারি শিক্ষক, বিনোদপুর ননীবালা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মহম্মদপুর, মাগুরা; সৈয়দ আব্দুল আজিজ, সহকারি শিক্ষক, কটিয়াদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, কটিয়াদী, কিশোরগঞ্জ এবং মো. ওয়াজেদ আলী, সহকারি শিক্ষক, কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজ, কেশবপুর, যশোর।

আরো আসছে কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের নামের তালিকা। চোখ রাখুন দৈনিকশিক্ষায়।

প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ - dainik shiksha প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার - dainik shiksha তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি নতুন শিক্ষাক্রম ও কিছু কথা - dainik shiksha নতুন শিক্ষাক্রম ও কিছু কথা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার - dainik shiksha স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য - dainik shiksha শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন - dainik shiksha নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন please click here to view dainikshiksha website Execution time: 0.0050570964813232