কেউ ভর্তি হতে চায় না যে ১১৫ কলেজে - দৈনিকশিক্ষা

কেউ ভর্তি হতে চায় না যে ১১৫ কলেজে

রফিকুল ইসলাম : |

সারাদেশের একশ’ পনেরটি সাধারণ কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে কেউ ভর্তি হতে চায় না। গত দুটি শিক্ষাবর্ষে ভতির আবেদন, একাদশে শিক্ষার্থী সংখ্যা ইত্যাদি বিবেচনা করে এ তালিকা তৈরি করেছে দৈনিকশিক্ষা। অনেক প্রতিষ্ঠান শুধু কাগজে কলমে রয়েছে বাস্তবে খুঁজে পাওয়া যায় না। অনেক প্রতিষ্ঠানের নেপথ্যে মালিক রয়েছেন বি সি এস সাধারণ শিক্ষা ক্যাডারের যেসব কর্মকর্তা শিক্ষা বোর্ডে চাকরি করছেন তারাই। আবার শিক্ষা ব্যবসায়ীরাও বিভিন্ন নামে প্রতিষ্ঠানের অনুমুতি নিয়ে রাখেন। সময় সুযোগ মতো টাকার বিনিময়ে হাতবদল করে দেন। এ তালিকার অনেক প্রতিষ্ঠান এমপিওভুক্তির আশায় প্রতিষ্ঠা হয়েছিল, শিক্ষকও নিয়োগ করা রয়েছে কিন্তু তারা অন্য চাকরি করছেন, এমপিওভুক্ত হওয়ামাত্র হাজির হবেন।

প্রথমে জেলা ভিত্তিক ৫৬ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম : ভোলা জেলার দৌলত খান উপজেলার আজহার আলী মহাবিদ্যালয়, বোরহানউদ্দিন উপজেলার খানখায়েই বসিরিয়া দারুসসুন্নত আলিম মাদ্রাসা, বরিশাল সদরের বরিশাল মেট্রোপলিটন কলেজ, উজিরপুর উপজেলার মুন্সীর তাল্লুক বালিকা মাদ্রাসা, বেতাগী উপজেলার চান্দখালী ইশক সেকেন্ডারী স্কুল এন্ড কলেজ, পাথরঘাটা উপজেলার কাকচিরা স্কুল এন্ড কলেজ, বেতাগী উপজেলার বেতাগী স্কুল।

বরগুনা সদরের হিলফুল ফুজল টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ, ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ, চান্দিনা উপজেলার কলাগাও মাদাইয়া কলেজ, চৌদ্দগ্রাম উপজেলার নালঘর আলী আকবর কলেজ, মহেশখালী উপজেলার লিডারশী ইউনিভার্সিটি কলেজ। ফেনী সদরের পাচগাছিয়া স্কুল এন্ড কলেজ ও শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ, গাজীপুর সদরের পূবাইল কমার্স কলেজ, অক্সফোর্ড কলেজ, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান কলেজ, কালিগঞ্জ উপজেলার নরুন টেকনিক্যাল বি এম কলেজ, ইউনাইটেড গ্লোবাল কলেজ।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার অক্সফোর্ড একাডেমী ও মানিকগঞ্জ সদরের আইডিয়াল ডিগ্রী কলেজ, ফরিদপুর সদরের কানাইপুর কলেজ, কবিরবাগ পৌর মহিলা কলেজ, একোটের চর এসসি স্কুল এন্ড কলেজ, লোহারটেক ভোকেশনাল স্কুল ও বিএম কলেজ, লথিফুন্নেসা রেসিডেন্সিয়াল কলেজ, ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার গৌরিপুর পাবলিক কলেজ, ময়মনসিংহ মহিলা টেকনিক্যাল এন্ড বি এম কলেজ ও রিফ্লেক্স মডেল কলেজ, শরিয়তপুর নড়িয়া উপজেলার এহসানুল হক সেতু টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ, শেরপুর জেলার দুখুমিয়া আলিম মাদ্রাসা ও ভাবেরা এসপি স্কুল এন্ড কলেজ।

দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার উত্তর লক্ষীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, হাকিমপুর উপজেলার বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ, দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয় ও চিরির বন্দরের আমতলী মহাবিদ্যালয়, মাহমুদপুর রসুলপুর হামিদিয়া আলিম মাদ্রাসা, বেতুড়া স্কুল এন্ড কলেজ, খলিলপুর হাজী ছানাউল্লাহ দ্বিমুখী দাখিল মাদ্রাসা, কাটলা স্কুল এন্ড কলেজ, বেপারী টোলা আদর্শ কলেজ, কামোর স্কুল এন্ড কলেজ, পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার তেতুলিয়া টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ, ও আলহাজ তমিজ উদ্দিন কলেজ, গাইবান্ধা সদরের বদিয়াখালী স্কুল এন্ড কলেজ।

 জয়পুরহাট জেলার পাচবিবি উপজেলার শানাইপুর টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজম্যান্ট মহিলা কলেজ, কালাই উপজেলার মাত্রাই বিজ্ঞান ও কারিগরি কলেজ, চাপাইনবাবগঞ্জের দোগাছিয়া বরেন্দ্র স্কুল এন্ড কলেজ, চাদপুর বিএল স্কুল এন্ড কলেজ, এ কিউ নারী কল্যান শিক্ষালয় ও কলেজ, বঙ্গবীর ওসমানী আনাক টি.বি.এম কলেজ, এছাড়া সাতক্ষীরা জেলার মহিশা ডাঙ্গা কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, কাশিমবাড়ি আইডিয়াল ওমেন দাখিল মাদ্রাসা, শ্যামনগর সেন্ট্রাল দারুল উলুম আলিম মাদ্রাসা, দেবহাটা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এবং নড়াইল সদরের মুলিয়া পাবলিক কলেজ।

এছাড়াও বোর্ডভিত্তিক প্রতিষ্ঠান :

ঢাকা বোর্ড: ১.প্রিমিয়ার কলেজ, ৩৯ কাকরাইল।২. জাস্ট ইন্টারন্যাশনাল কলেজ, ধানমন্ডির । ৩. উত্তরার লিডস কলেজ। ৪.গাজীপুরের কালিয়াকৈরের নয়ানগর মহিলা কলেজে। ৫.জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার কলেজ। ৬. নারায়ণগঞ্জের ফতুল্লার কায়মুন্নেসা কলেজ। ৭. গোপালগঞ্জের কাশিয়ানী রাতলি আইডিয়াল কলেজ। ৮. গোপালগঞ্জের মুকসুদপুরের দুর্বা সুর আদর্শ হাইস্কুল অ্যান্ড কলেজ। ৯. নেত্রকোনার পূর্বধলা জাটিয়াবার কলেজ। ১০. নেত্রকোনার কালিশাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় ১১.জামালপুরের ইসলামপুরের এস এন সি আদর্শ কলেজ।

রাজশাহী বোর্ড : ১. মিঠাপুর আদর্শ কলেজ। ২.ব্রি-পাটুরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ। ৩.দুপইল কলেজ।৪. চৌগ্রাম হাইস্কুল অ্যান্ড কলেজ।৫. শহীদ স্মরণিকা স্কুল অ্যান্ড কলেজ।৬. দামিন নওগাঁ আইডিয়াল কলেজ।৭. সাতবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ।৮. চৌবিলা দ্বিমুখী হাইস্কুল অ্যান্ড কলেজ।৯. গোসাইবাড়ি উইমেন্স কলেজ।১০. চলনবিল আদর্শ কলেজ।১১. মতিহার কলেজ। ১২. বটতলী কলেজ।

যশোর বোর্ড : ১.পাল্লা বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ। ২. রগুনাথ নগর উচ্চমাধ্যমিক স্কুল।৩. সোনার বাংলা কলেজ।৪. আই আই কলেজ।৫. কাজালি কলেজিয়েট স্কুল।৬. মুলিয়া পাবলিক কলেজ।৭. সাতারা আব্বাস টেকনিক্যাল ও বি এম কলেজ।৮. মাশিয়াহাটি উইমেন কলেজ। ৯. এম এম মোস্তফা রশিদী সূজা গার্লস কলেজ।

জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা please click here to view dainikshiksha website Execution time: 0.003180980682373