ক্যাম্পাস জঙ্গিমুক্ত করতে চায় ঢাবি ছাত্রলীগ: শামীম হোসাইন - Dainikshiksha

ক্যাম্পাস জঙ্গিমুক্ত করতে চায় ঢাবি ছাত্রলীগ: শামীম হোসাইন

সাঈদ হোসেন |

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে জঙ্গিবাদমুক্ত করার অঙ্গীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ ছাত্রলীগের সভাপতি মো. শামীম হোসাইন। সদ্য ঢাবি কলা অনুষদ ছাত্রলীগের নব কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষে অধ্যায়ন করছেন শামীম হোসাইন। সমকালীন ক্যাম্পাসভিত্তিক ছাত্র রাজনীতির নানা বিষয় নিয়ে দৈনিক শিক্ষাডটকমের সাথে একান্তে কথা বলেছেন উদীয়মান এই ছাত্র নেতা।

দৈনিকশিক্ষাডটকম: কলা অনুষদ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় আপনার অনুভূতি কেমন?

শামীম হোসাইন: আমি প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সকে ধন্যবাদ জানাই আমাকে এত বড় একটা দায়িত্ব দেওয়ার জন্য। বাংলাদেশের ঐতিহ্যবাহী এ ছাত্রসংগঠনের হয়ে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই খুশি এবং গর্বিত।

দৈনিকশিক্ষাডটকম: দায়িত্ব পাওয়ার পর এ পর্যন্ত কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন?

শামীম হোসাইন: দায়িত্ব পাওয়ার পর কলা অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের সাথে সাক্ষাত করেছি। কীভাবে কলা অনুষদে শিক্ষার মানসম্মত পরিবেশ তৈরী করা যায় তা নিয়ে কথা বলেছি। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছি। কিছু কিছু সমস্যা আছে যা সমাধান করতে প্রশাসনের হস্তক্ষেপ লাগবে। এসব বিষয় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। তারা এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। ক্যাম্পাস বহিরাগতমুক্ত করতে ইতোমধ্যেই আমরা একটা পদক্ষেপ নিয়েছি। কলা অনুষদের বিভিন্ন দেয়াল লিখন আমরা মুছে ফেলে সুন্দর পরিবেশ তৈরী করেছি।

দৈনিকশিক্ষাডটকম: কয়েকদিন আগে ক্যাম্পাস বহিরাগতমুক্ত করার একটি পদক্ষেপ নিয়েছিলেন। এ পদক্ষেপটি কতটুকু সফল হয়েছে?

শামীম হোসাইন: আশা করি আমরা অনেকটা সফল হয়েছি। বাইরে থেকে অবাধে লোকজন আসাতে ছিনতাইয়ের প্রবণতা বেড়ে গিয়েছিল। এখন এটা অনেকটা কমে গেছে। সাধারণ শিক্ষার্থীরা আমাদের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা বিভিন্নভাবে আমাদের সাহায্যও করেছে।

দৈনিকশিক্ষাডটকম: কলা অনুষদ ছাত্রলীগের এখনও বর্ধিত কমিটি দেওয়া হয়নি। এ বিষয়ে আপনি কী বলবেন?

শামীম হোসাইন: আমরা কয়েকদিনের মধ্যেই একটি আলোচনা সভা করে সবার মতামত নিয়ে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব।

দৈনিকশিক্ষাডটকম: বিভিন্ন সংগঠন থেকে অনুপ্রবেশকারীদের ব্যাপারে আপনাদের অবস্থান কী?

শামীম হোসাইন: এ ব্যাপারে আমাদের অবস্থান কঠোর। কাউকে কোনোরকম ছাড় দেওয়া হবে না। কলা অনুষদের বিভিন্ন বিভাগের নেতাকর্মীদের এ ব্যাপারে দায়িত্ব দিয়েছি যাতে বাইরের কোনো নিষিদ্ধ সংগঠনের কেউ কোনো রকম এজেন্ডা নিয়ে ছাত্রলীগে প্রবেশ করতে না পারে।

দৈনিকশিক্ষাডটকম: কলা অনুষদের বিভিন্ন বিভাগের নেতাকর্মীরা কেমন দায়িত্ব পালন করছে এবং তাদের প্রতি আপনার পরামর্শ কী?

শামীম হোসাইন: যতদূর জেনেছি তারা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে। নিজ নিজ বিভাগে তারা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছে। তাদের প্রতি আমার উপদেশ হল, তারা যেন বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করে।

দৈনিকশিক্ষাডটকম: আপনাদের পরবর্তি পদক্ষেপ কী?

শামীম হোসাইন: কয়েকটি পদক্ষেপ আমরা ইতোমধ্যেই হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কলা অনুষদের প্রধান সমস্যা হচ্ছে এখানে শ্রেণি কক্ষের সমস্যা। সামাজিক বিজ্ঞান অনুষদের কয়েকটা বিভাগ এখনও কলা অনুষদে রয়ে গেছে। যার করণে এ সমস্যা তৈরী হচ্ছে। এ বিষয়টা আমরা প্রশাসনের দৃষ্টিগোচর করেছি। তারা আমাদের বিষয়টা সমাধানে আশস্ত করেছেন। এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নিলে আমরা মানববন্ধন করাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব। বর্তমান প্রেক্ষাপটে জঙ্গিবাদ একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। ইতোমধ্যেই পত্রপত্রিকায় দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিভিন্নভাবে জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। এজন্য আমরা এ ব্যাপারে খুবই সতর্ক। ক্যাম্পাসকে আমরা জঙ্গিবাদমুক্ত করব।

দৈনিকশিক্ষাডটকম: দৈনিক শিক্ষার পক্ষ থেকে এতক্ষণ সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

শামীম হোসাইন: দৈনিক শিক্ষাডটকমকেও ধন্যবাদ।

প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ - dainik shiksha প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার - dainik shiksha তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি নতুন শিক্ষাক্রম ও কিছু কথা - dainik shiksha নতুন শিক্ষাক্রম ও কিছু কথা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার - dainik shiksha স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য - dainik shiksha শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন - dainik shiksha নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন please click here to view dainikshiksha website Execution time: 0.0039458274841309