গত বছরের প্রশ্নে জেএসসি পরীক্ষা , প্রধান শিক্ষক পলাতক - দৈনিকশিক্ষা

গত বছরের প্রশ্নে জেএসসি পরীক্ষা , প্রধান শিক্ষক পলাতক

নিজস্ব প্রতিবেদক |

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে (আমলাপাড়া গার্লস স্কুল হিসেবে পরিচিত) জেএসসি পরীক্ষায় গতবছরের (২০১৬) প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ উঠেছে।

বুধবার (১ নভেম্বর) প্রায় এক ঘণ্টা ধরে শিক্ষার্থীরা ওই প্রশ্নপত্র দিয়েই উত্তরপত্র লিখে। বিষয়টি নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা হৈ চৈ ও বিক্ষোভ শুরু করলে এক ঘণ্টা পর নতুন প্রশ্ন সরবরাহ করা হয়। তবে সময় বৃদ্ধি করা হয়নি। এসব নিয়ে পরীক্ষা শেষে স্কুলে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। খবর পেয়ে গণমাধ্যম কর্মীদের কয়েকজন স্কুলে প্রবেশ করলে দ্রুত পালিয়ে যান প্রধান শিক্ষক শীতল চন্দ্র দে।

কয়েকজন পরীক্ষার্থী জানায়, বুধবার জেএসসি পরীক্ষার ১ম দিনে শহরের বার একাডেমি উচ্চ বিদ্যালয় ও চিত্তরঞ্জন কটনমিল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের কেন্দ্র ছিল নারায়ণগঞ্জ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। পরীক্ষা শুরু হওয়ার ৫ মিনিট পর ২০৮ ও ২০৯ নং কক্ষে ১৫ জন শিক্ষার্থী কক্ষে দায়িত্বে থাকা শিক্ষককে জানান, তাদেরকে ২০১৬ সালের সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে। ১ ঘণ্টা পর শিক্ষার্থীরা কান্নাকাটি ও চিৎকার শুরু করলে বিষয়টি জেনে স্কুলের প্রধান শিক্ষক শীতল চন্দ্র দে সেখানে গিয়ে নতুন প্রশ্নপত্র সরবরাহ করেন। এসময় পরীক্ষার্থীরা তাদের ১ ঘণ্টা সময় নষ্ট হওয়ায় বাড়তি সময় দেয়ার অনুরোধ করলে প্রধান শিক্ষকসহ উপস্থিত শিক্ষকরা তাদেরকে পরীক্ষা বাতিল করে দেয়া হবে বলে ভীতি প্রদর্শন করেন।

অভিভাবক ফেরদৌস আরা বলেন, বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক শীতল চন্দ্র দে’র সাথে আলাপ করলে তিনি ভুল স্বীকার করে এর সমাধান করবেন বলে জানান। তবে এক পর্যায়ে অভিভাবকদের প্রশ্নের মুখে তিনি চলে যান। পরে তার মোবাইলও বন্ধ পাওয়া গেছে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেজাউল বারী দুঃখ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব তা‍ৎক্ষণিকভাবে আমাদেরকে জানালে পরীক্ষার্থীরা এভাবে ক্ষতিগ্রস্ত হতো না। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে বড় ধরনের অপরাধ করেছে। তাদের উচিত ও দায়িত্ব ছিল বিষয়টি সাথে সাথে আমাদেরকে জানানো।

তিনি বলেন, এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ব্যাপারে তিনি বলেন, যেহেতু সারা দেশে একই সাথে পরীক্ষা হয়ে গেছে। তাই নতুন করে পরীক্ষা নেয়ার দাবি মানাটা জটিল বিষয়। তারপরেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ - dainik shiksha এমপিও কোড পেলো আরো ১৪ স্কুল-কলেজ নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে বিশ্ববিদ্যালয় ছাত্র তূর্যের মৃত্যু পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ - dainik shiksha পরীক্ষার নাম এসএসসিই থাকবে, ওয়েটেজ ৫০ শতাংশ ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী - dainik shiksha ফরেনসিক অডিটে ফাঁসছেন দশ হাজার জাল সনদধারী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ - dainik shiksha প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পিএইচডি ফেলোশিপ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা please click here to view dainikshiksha website Execution time: 0.0064301490783691