‘ছাত্রলীগ ছাড়া সবাই ডাকসু নির্বাচন চায়’ - Dainikshiksha

‘ছাত্রলীগ ছাড়া সবাই ডাকসু নির্বাচন চায়’

সাগর আনোয়ার |

এক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী ছাত্রসংগঠনগুলোর একটি ছিল জাতীয়তাবাদী ছাত্রদল। কিন্তু বিগত কয়েকবছরে এই সংগঠনটির কার্যক্রম আগের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেমন চোখে পড়েনি। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মীরা প্রায় ১ যুগ পরে নিয়মিত ছাত্রদের নেতৃত্বে হল কমিটি পেয়েছে। তারপরও ক্যাম্পাসে সক্রিয় কার্যক্রম চালাতে পারছে না ছাত্রদল এমন অভিযোগ রয়েছে। কিন্তু কেন? সমস্যা, সঙ্কট ও সম্ভাবনা নিয়ে দৈনিক শিক্ষাডটকমের সঙ্গে কথা বলেছেন কবি জসিম উদদীন হল শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক নিজাম উদ্দিন রিপন ও সদস্য সচিব সোহেল রানা।

দৈনিক শিক্ষা: নিয়মিত শিক্ষার্থী কমিটিতে থাকার পরেও ছাত্রদল হল-ক্যাম্পাসে দৃশ্যমান নেই কেন?

নিজাম উদ্দিন রিপন: ‘ছাত্রদল ক্যাম্পাস ছাড়া নয়, ছাত্রদল ক্যাম্পাসে এখন আগের মতোই সক্রিয়। ১৬ ডিসেম্বর আমরা ক্যাম্পাসে বিজয় র‌্যালী করেছি। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের জন্মদিনে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে মিলাদ মাহফিল করেছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় আমরা নবীনদের স্বাগত জানিয়ে মিছিল ও উপহার সামগ্রী বিতরণ করেছি। সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে যেসব মিথ্যা মামলা দিয়েছে সেগুলোর প্রতিবাদে আমরা ক্যাম্পাসে মিছিল করেছি। আমরা আওয়ামী লীগের দালাল ভিসির কাছে বার বার হলগুলোতে সহাবস্থান চেয়েছি কিন্তু তিনি আমাদের কোনো কথাই রাখেন নি। হলের প্রভোস্টের সাথেও কথা বলেছি কিন্তু তারা আমাদের হলের থাকার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। বরং ভিসি আমাদের জাতীয়তাবাদী আদর্শের সংগঠন ছাত্রদলের রাজনীতি ছেড়ে হলে থাকার পরামর্শ দিচ্ছেন। এটা লজ্জাজনক। এজন্য বলছি, আমরা ক্যাম্পাসে সক্রিয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মদদে ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা হল থেকে বিতাড়িত।’

দৈনিক শিক্ষা: দীর্ঘদিন পর ছাত্রদল হলের আহ্বায়ক কমিটি দিতে পেরেছে, পূর্ণাঙ্গ কমিটি দিতে দেরি হচ্ছে কেন?

নিজাম উদ্দিন রিপন: ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকীর নামে একাধিক মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমরা হল সম্মেলন করার জন্য বার বার টিএসসি অডিটোরিয়াম বরাদ্দ চেয়েছি। কিন্তু প্রশাসন আমাদের অনুমতি দেয়নি। তারপরও আশা করছি, খুব দ্রুতই আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারবো।

দৈনিক শিক্ষা: ছাত্রদল নিয়ে নবীন শিক্ষার্থীদের আগ্রহ কমে যাচ্ছে, এমন অভিযোগ রয়েছে। কেন?

সোহেল রানা: ছাত্রলীগের চেয়েও বর্তমান ভিসির আচরণ দলীয় মারমুখী ক্যাডারদের মতো। মুক্তচিন্তার তীর্থস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। কিন্তু এখানে একজন শিক্ষার্থী ভর্তি হয়েও শুধুমাত্র প্রশাসনের ভয়ে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হতে পারছে না। তবে হলগুলোতে এখনও বিপুল সংখ্যক কর্মী রয়েছে। যারা শুধুমাত্র তাদের শিক্ষাজীবনের ধারাবাহিকতা রক্ষার জন্য নিশ্চুপ আছে। কিন্তু আদর্শের দিক দিয়ে তারা এখনও জাতীয়তাবাদকে ধারণ করে। তাই, আপনি যেটা বলেছেন, নবীনদের কাছে ছাত্রদল আগ্রহ হারিয়েছে এটা ঠিক না। ক্যাম্পাসে মুক্ত রাজনীতির পরিবেশ সৃষ্টি হলে বোঝা যাবে, কারা বেশি জনপ্রিয়। তাই শিক্ষার্থীদের আগ্রহ ছাত্রদলে কমে গেছে এই অভিযোগ সত্যি নয়। বরং বাড়ছে।’

দৈনিক শিক্ষা: নতুন বছরে প্রায় ৬ হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, তাদের আকৃষ্ট করতে আপনারা হল পর্যায়ে কোনো কর্মসূচী দিয়েছেন কি?

নিজামউদ্দিন রিপন: ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় নবীনদের স্বাগত জানিয়ে ছাত্রদল মিছিল করেছে। উপহার সামগ্রী বিতরণ করেছে। আমরা নির্যাতন, নিপীড়ন ও সীমাবদ্ধতার মধ্যে দিয়ে আমাদের কার্যক্রম চালাচ্ছি। এরমধ্যেও আমরা হল পর্যায়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছে বার্তা পাঠিয়েছি। আমরা প্রচুর সাড়া পাচ্ছি। আমরা নিয়মিত প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রাখছি। তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। খুব শীঘ্রই নবীনদের নিয়ে কর্মীসভা করা হবে।’

দৈনিক শিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোর হলের সমস্যা নিয়ে আপনাদের সরব দেখা যায় না। কেন?

সোহেল রানা: বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বর্তমানে সাধারণ শিক্ষার্থীরা অমানবিক জীবন যাপন করছেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ, ক্যান্টিনে উন্নত মানের খাবার ও হলের সিট সমস্যা সমাধানে আমরা সর্বদা সরব ছিলাম। বর্তমানে হলগুলোতে ছাত্রলীগ নামধারী অছাত্ররা সিট দখল করে রেখেছে। বহিরাগতরাও টাকা দিয়ে হলে থাকছে। আমরা প্রশাসনকে চিঠি দিয়েছি। স্মারকলিপিও দিয়েছি। কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। আমরা প্রশাসনের এসব অন্যায়ের বিরোধিতা করি বলেই আমরা নিয়মিত ছাত্র হওয়ার পরেও হল ছাড়া।  ছাত্রদের সমস্যা নিয়ে আমরা সব সময় সরব। কারণ, ছাত্রদের অধিকার রক্ষার জন্য ছাত্রদলের জন্ম।

দৈনিক শিক্ষা: ডাকসুর দাবিতে আপনাদের সক্রিয় আন্দোলন চোখে পড়ে না। কেন?

নিজাম উদ্দিন রিপন: ‘সকল অনির্বাচিত ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভ’মিকা রেখেছে ডাকসু ও ছাত্রদল। বর্তমান সরকার অনির্বাচিত ও স্বৈরাচার। আমরা সবসময় ডাকসু সচলের দাবি জানাই। অন্যান্য  প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোকেও আমরা এ দাবিতে কাছে পেয়েছি। বিগত রমজানে আমরা সকল ছাত্রসংগঠনকে নিয়ে ডাকসু সচলের দাবিতে আলোচনা সভা করেছি। কিন্তু সেই আলোচনা সভায় দাওয়াত দেয়ার পরও শুধু ছাত্রলীগ অংশ নেয়নি। অন্যদিকে স্বাধীনতাবিরোধী শক্তি শিবিরকে সেই সভায় দাওয়াত দেয়া হয়নি। তাই বলা যায়, শুধু ছাত্রলীগ ও শিবিরই ডাকসু চায় না। আর সবাই ডাকসু সক্রিয় ও সচল চায়।

দৈনিক শিক্ষা: ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে কিভাবে দেখতে চান?

সোহেল রানা: ‘কবির ভাষায় বলতে হয়, রাত যতো গভীর হয়, প্রভাত ততো নিকটে আসে। ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে অত্যন্ত সক্রিয় ও প্রগতিশীল ধারার সংগঠন হিসেবে দেখতে চাই। যারা সকল অন্যায়ের প্রতিবাদ করবে। ছাত্রদের অধিকার আদায়ে সোচ্চার হবে। অসহায় ছাত্র ও সাধারণ মানুষের পাশে ত্রাতার ভূমিকা নিয়ে দাঁড়াবে। বিশ্ববিদ্যালয়ের অবৈধ প্রশাসন ও জাতির ওপর চেপে বসা সরকার ছাত্রদলের আন্দোলনেই বিদায় নেবে। সেটা অতি দ্রুতই আপনারা দেখবেন। কেউ জোর করে বেশিদিন ক্ষমতায় থাকতে পারেননি।

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.014670133590698