জগন্নাথের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ২০ - Dainikshiksha

জগন্নাথের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ২০

জবি প্রতিনিধি |
JU-BG20160818094039
ফাইল ছবি

কেন্দ্রীয় কারাগারের পুরাতন জায়গা হলের জন্য বরাদ্দ ও নতুন হল নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে।

রোববার সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে হন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে শাখারি বাজার এলাকায় অবস্থান নিতে গেলে জবি শাখা ছাত্রলীগের সভাপতি এসএম শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলকারীদের বাধা দেন।

ছাত্রলীগের ব্যানারে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের সকল কর্মসূচি পালনের নির্দেশ দেন সংগঠনটির নেতাকর্মীরা।

তবে এ নির্দেশনা না মেনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি জানালে ক্যাম্পাসের প্রধান ফটকে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি শিক্ষার্থীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকেও শিক্ষার্থীদের ওপর চড়াও হতে দেখা যায়। এ হামলায় অন্তত ২০ জনের মতো শিক্ষার্থী আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেলসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

হামলার শিকার আন্দোলকারী শিক্ষার্থী জবি ছাত্র ইউনিয়নের সভাপতি আল আমিন জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে গলা টিপে দমবন্ধ করে ফেলার পাশাপাশি বৃষ্টির মতো কিল-ঘুষি মেরে আহত করে।

হামলার বিষয়ে জবি ছাত্রলীগের সভাপতি এসএম শরিফুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি কথা বলার অবস্থায় নেই বলে এড়িয়ে যান।

এ রিপোর্ট পর্যন্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পেছনের গেট দিয়ে বের হয়ে শাখারি বাজারে এসে অবস্থান নিয়েছেন।

অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান করছেন।

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.0040040016174316