জবি শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ, আহত ২০ - দৈনিকশিক্ষা

জবি শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ, আহত ২০

জবি প্রতিনিধি |

ফের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের সঙ্গে পাটুয়াটুলি ঘড়ি ব্যবসায়ীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পাটুয়াটুলির কয়েক হাজার ঘড়ি ব্যবসায়ী সংঘবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে ও গাড়িতে ভাংচুর চালিয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে এই ঘটনায় ২০ শিক্ষার্থী, পথচারী আহত হওয়াসহ কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাবেয়া ইলিয়াস মার্কেটের ৬০নং দোকান মক্কা ওয়াচে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাইদুর রহমান নামে এক শিক্ষার্থী ঘড়ি কিনতে যান। এ সময় দোকানের দেওয়ালে ঝোলানো কাঁচের শোকেস থেকে একটি ঘড়ি বের করেন সাইদুর। পরে ঘড়িটির দাম জানতে চান দোকানের কর্মচারীর কাছে। এতে চড়াও হন ওই কর্মচারী। এ সময় সাইদুর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। এক পর্যায়ে সাইদুরকে পিটিয়ে দোকান থেকে বের করে দেয়া হয়। এই ঘটনা তার কয়েক জন বন্ধু জানতে পেরে ওই দোকানে যান।

বিষয়টি বুঝতে পেরে মারধরকারী ওই কর্মচারী দোকান থেকে সটকে পড়েন। পরে শিক্ষার্থীরা সটকে পড়া ওই কর্মচারীকে দোকানে হাজির করতে বলেন দোকানের বাকি সদস্যদের। এতে তারা আবারও চড়াও হয়ে সংঘবদ্ধভাবে তাদের ধাওয়া দিলে তারা ক্যাম্পাসে ফিরে এসে লাঠিসোটা নিয়ে এগিয়ে যান। এ সময় পাটুয়াটুলির ঘড়ি ব্যবসার প্রায় দুই হাজার মালিক, কর্মচারী এবং স্থানীয় লোকজন একত্রিত হয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালান। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢুকে পড়লে ব্যবসায়ীরা রাবেয়া ইলিয়াস মার্কেট এবং নুরুল হক মার্কেটের ছাদ থেকে বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক ভবন, কর্মচারী আবাসস্থল, বিজ্ঞান ভবনের জানালা, এসি এবং গাড়িতে ইটপাটকেল এবং লাঠিসোটা দিয়ে ব্যাপক ভাংচুর চালান। এতে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী পথচারী ও কর্মচারী আহত হন। পরিস্থিতি চরম আকার ধারণ করলে কোতোয়ালি থানার ওসি মশিউর রহমান ও তার পুলিশ ফোর্স এবং বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ঘড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল ইসলাম খান নবরাজ বলেন, ছাত্ররা প্রায়ই এমন ঘটনা ঘটায়। তারা এক হাজার টাকা দামের জিনিস ৩শ’, ৪শ’ টাকায় নিয়ে যায়। কিছু বললে মারধর করে। তবে আজকের (রবিবার) এই ঘটনায় আমরা কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করব। এই বিষয়ে জবি ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ব্যবসায়ীরা আমাদের প্রতিবেশী। তারাও এখানে থাকবে বিশ্ববিদ্যালয়ও এখানে থাকবে।

অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি - dainik shiksha চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0061440467834473