জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অনশন শুরু রোববার - দৈনিকশিক্ষা

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অনশন শুরু রোববার

শফিকুল ইসলাম |

তীব্র শীতের মধ্যে জাতীয়করণের এক দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকরা অবস্থান ধর্মঘট অব্যাহত রেখেছেন। শনিবারের মধ্যে দাবি মানা না হলে রোববার (১৪ জানুয়ারি) আমরণ অনশন শুরু করবেন। শুক্রবার (১২ই জানুয়ারি) তৃতীয় দিনের মতো অবস্থান করেন তারা।

শিক্ষার গুণগত মান বজায় রাখতে বিছিন্নভাবে শিক্ষা প্রতিষ্ঠান সরকারী না করে একসাথে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি অবস্থান ধর্মঘটে অংশ নেয়া শিক্ষকদের। এক দফা দাবিতে ৫ টি শিক্ষক সংগঠনের জোট বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরামের ব্যানারে গত বুধবার ( ১০ই জানুয়ারি) থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কনকনে শীতে খোলা আকাশের নিচে অবস্থান করছেন সহস্রাধিক শিক্ষক।

বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের নেতা নজরুল ইসলাম রনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, জাতীয়করণের দাবি অবিলম্বে সরকারকে মেনে নিতে হবে। শিক্ষা জাতীয়করণ করলে সরকারের রাষ্ট্রীয় তহবিল হতে তেমন কোন অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না। বরং শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে। বরং স্বল্প খরচে সন্তানরা তাদের সন্তানদের শিক্ষিত করতে পারবেন।

তিনি আরও বলেন, বিগত দিনেও আমরা প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছি। অনশন করেছি,ধর্মঘট করেছি। পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণে করা হলে সরকারই লাভবান হবে। কারণ হিসেবে তিনি বলেন, শতভাগ বেতন দিয়ে এমপিওভুক্তির টাকা অপচয় হচ্ছে। বছরের শুরুতে শ্রেণিকক্ষ ছেড়ে আজ আমরা রাজপথে এটা দু:খজনক। আমরা আশা করছি সরকার দ্রুত আমাদের দাবি মেনে নেবেন।

বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের নেতৃবৃন্দ আগেই জানিয়েছেন, আগামীকাল শনিবার (১৩ জানুয়ারি) পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা অবস্থান করবেন। এসময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে রোববার (১৪ই জানুয়ারি) আমরণ অনশনে যাবেন তারা।

অবস্থান কর্মসূচির ৩য় দিন শুক্রবার (১২ জানুয়ারি) সকালে এমপিওভূক্ত শিক্ষকদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল আহসান জুয়েল। তাঁরা অবিলম্বে শিক্ষদের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য সরকারকে আহবান জানান।

শুক্রবার অবস্থান কর্মসূচির বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন জোটের আহবায়ক মো. আব্দুল খালেক, উপদেষ্টা মো. রফিকুল ইসলাম, মো. আবুল বাসার হাওলাদার, মো. নজরুল ইসলাম রনি, মো. জসিম উদ্দীন, ড. ঈদ্রীস আলী, আব্দুস সালাম খান, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ নুরুল ইসলাম, সাইদুল হাসান সেলিম, জসিম উদ্দীন শিকদার, জি এম শাওন, মো. জসিম উদ্দীন শিকদার, মতিউর রহমান দুলাল, প্রেস সচিব মো. এনামুল ইসলাম মাসুদ। আরও বক্তব্য রাখেন কামরুল হাসান, বিপ্লব কান্তি দাস, অধ্যক্ষ রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, হারুন আর রশিদ, মোস্তফা কামাল, রতন কুমার দেবনাথসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা। বক্তারা সকল শিক্ষককে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে আন্দোলনকে বেগবান করার আহবান জানান।

উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা স্মার্ট বাংলাদেশ নির্মাণ ও ‘বিশ্ব বই দিবস’ - dainik shiksha স্মার্ট বাংলাদেশ নির্মাণ ও ‘বিশ্ব বই দিবস’ শিক্ষার মান পতনে ডক্টরেট লেখা বন্ধ জার্মান পাসপোর্টে - dainik shiksha শিক্ষার মান পতনে ডক্টরেট লেখা বন্ধ জার্মান পাসপোর্টে please click here to view dainikshiksha website Execution time: 0.0035200119018555