জাতীয়করণের দাবীতে স্বাশিপের সমাবেশে শিক্ষকদের ঢল - দৈনিকশিক্ষা

জাতীয়করণের দাবীতে স্বাশিপের সমাবেশে শিক্ষকদের ঢল

নিজস্ব প্রতিবেদক |

স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে জাতীয় শিক্ষক সমাবেশে শিক্ষকদের ঢল নেমেছে। বুধবার (২৯শে মার্চ) সকাল দশটায় অনুষ্ঠিত এ সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা অনুষ্ঠান স্থলে জমায়েত হয়েছেন দশটার আগেই।

জাতীয় শিক্ষক সমাবেশে শিক্ষকদের মূল দাবী শিক্ষাব্যবস্থা জাতীয়করণ। এ দাবীকে মূখ্য করে আজকের সমাবেশে স্বাশিপের পক্ষ থেকে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হবে বলে সমিতির কেন্দ্রীয় একাধিক নেতৃবৃন্দ দৈনিক শিক্ষাকে নিশ্চিত করেছেন।

স্বাশিপ সাধারণ সম্পাদক শাহাজান আলম সাজু দৈনিকশিক্ষাডটকমকে জানান, আমরা সমাবেশে ১২হাজার শিক্ষকরা অংশ নেবে বলে অনুমান করেছিলাম। কিন্তু বিভিন্ন জেলা থেকে স্বাশিপ ছাড়াও বিভিন্ন শিক্ষক সংগঠনের শিক্ষকদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ আমাদের ধারণাকে ছাড়িয়ে গেছে।

সমাবেশে বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকদের সবার মধ্যে আলোচনার বিষয়বস্তু শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী বেতন ভাতা। সকল শিক্ষকদের ধারণা আজকের সমাবেশের মাধ্যমে শিক্ষকদের দাবী দাওয়ার বিষয়ে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা পাওয়া যাবে। সে বুকভরা আশা নিয়েই তারা আজকের এ সমাবেশে অংশ নিয়েছেন।

স্বাশিপের আজকের জাতীয় সমাবেশে সংগঠনের সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি।

গেস্ট অব অনার হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ উপস্থিত থাকবেন।

সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুন্নাহার চাঁপা, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব সাইফুজ্জামান শিখর।

দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0066640377044678