জাতীয়করণ দাবিতে শিক্ষকদের কর্মসূচি ঘোষণা - দৈনিকশিক্ষা

জাতীয়করণ দাবিতে শিক্ষকদের কর্মসূচি ঘোষণা

মুুরাদ মজুমদার |

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৫শে মে) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্বঘোষিত এক শিক্ষক মহাসমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করেন সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী।

সকাল ১১টায় সারাদেশ থেকে লঞ্চ, বাস ও ট্রেনে করে হাজার হাজার শিক্ষক-কর্মচারি জমায়েত হন কেন্দ্রীয় শহীদ মিনারে। এরমধ্যে বরিশাল থেকে হাজারখানেক শিক্ষক সদরঘাট থেকে মিছিল নিয়ে আসতে চাইলে পুলিশের বাঁধার সম্মূখীন হন বলে শিক্ষকরা তাদের বক্তৃতায় উল্লেখ করেন।

সমাবেশে অধ্যক্ষ আউয়াল সিদ্দিকী বলেন, অনতিবিলম্বে সরকার তাদের দাবি মেনে না নিলে দাবি আদায়ের লক্ষ্যে পরবর্তীতে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হলে এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

ঘোষিত কর্মসূচি:  ৫ই জুন থেকে মাননীয় জাতীয় সংসদ সদস্যবৃন্দ, সাংবাদিক, বৃদ্ধিজীবী ও সমাজকর্মী নেতৃবৃন্দের সাথে যোগাযোগ ও মতবিনিময়। ৮ই জুন সারাদেশে জেলা সদরে সকাল ১১টায় একঘণ্টা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান।
১৫ই জুন সারাদেশে জেলা সদরে সকাল ১১টায় সমাবেশ, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান।

সমাবেশে বক্তৃতাকালে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সরকারের উদ্দেশ্যে বলেন আমাদের দাবি-দাওয়া অনেক মনে হলেও বাস্তবে সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করলে সব দাবিই পূরণ হয়ে যাবে। তাই এক দফা এক দাবি জাতীয়করণ চাই জাতীয়করণ চাই স্লোগানে মুখরিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন।

সমিতির সাধারণ সম্পাদক বিলকিস জামান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধুর কন্যা। আপনি প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করেছেন, আপনিই মাধ্যমিকসহ বাদবাকী সব প্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা দেবেন শিগগিরই। সারাদেশের শিক্ষকরা আপনার ঘোষণার অপেক্ষায় রয়েছেন’।

তিনি বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ কামরুজ্জামান। যিনি ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি।

শিক্ষকদের দাবীসমূহ: শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও আন্তর্জাতিক মানের শিক্ষা, সরকারি বিধি মোতাবেক স্বীকৃতিপ্রাপ্ত সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিওভুক্তকরণ, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদেরকেও ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, বৈশাখী উৎসব ভাতা, পেনশন, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, মেডিক্যাল ভাতা, পূর্বের ন্যায় টাইম স্কেল প্রদান ও টাইম

স্কেল প্রাপ্তির পর বি,এড, ডিগ্রী গ্রহণকারী শিক্ষকদের উচ্চতর বেতন স্কেল প্রদান, বেসরকারি কলেজে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে অনুপাত প্রথা বাতিল ও সরকারি কলেজের ন্যায় সহযোগী অধ্যাপক পদ চালুকরণ। দাবির মধ্যে আরও রয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ

ট্রাস্টের ফান্ডের ঘাটতি পূরণের লক্ষ্যে প্রতি বছর জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও শিক্ষক-কর্মচারীগণ অবসর গ্রহণের পর তিন মাসের মধ্যে যাতে তাদের প্রাপ্য আর্থিক সুবিধা পান তার ব্যবস্থা গ্রহণের দাবিতে শিক্ষক-কর্মচারীদের জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আরো বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি অধ্যক্ষ সমরেন্দ্র নাথ রায় সমর, মোঃ আবদুল খালেক, মোঃ আবদুল মজিদ, মোঃ শামসুল হুদা প্রমাণিক, আলহাজ্ব মোঃ ছফিউল্যা খান, মিসেস হাসিনা পারভীন, বাবু সুনীল চন্দ্র পাল, মোঃ আলহাজ্ব এস,এস, আবু বকর, মোঃ শাহে আলম, মোঃ জহীর উদ্দিন বাবর,মোঃ মফিজ উদ্দিন,অধ্যাপক মোঃ ফজলুল হক খান, মোঃ শফিকুল আলম, অধ্যাপক বিপ্লব কুমার সেন, মোঃ মোজাম্মেল হক, অধ্যক্ষ মোঃ আবু তাহের, মোঃ আবদুল হামিদ, মোঃ মামুন-আর-রশিদ, মোঃ সাহিদুল ইসলাম, এ,কে,এম,বজলুর রশিদ, মিসেস পারভীন জামান, মিসেস শাহীদা বেগম।

আরও বক্তব্য রাখেন এস,এম, শহীদুল ইসলাম তালুকদার, এস,এম, সাইফুল ইসলাম, মিসেস শাফিয়া খাতুন, এ,কে, এম, সিরাজুল ইসলাম মোঃ মোস্তফা কামাল খোশনবীশ, নওশের আলম, বাবু ব্রজেন্দ্রনাথ সরকার, মিসেস বেগম তাজকিরা, মোঃ আবদুর রাজ্জাক তালুকদার, মোঃ ইদ্রিস আলী, মিসেস জেব-উন-নেসা, মিসেস রওশন আরা, মোঃ শহীদুল ইসলাম তালুকদার, মোঃ আহম্মদ আলী, মোঃ দেলোয়ার হোসেন খান, মোঃ আতিকুর রহমান, মোঃ মোজাহেরুল ইসলাম, প্রমূখ নেতৃবৃন্দ।

শহীদ মিনারের সমাবেশে স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু উপস্থিত হয়ে দাবীর সঙ্গে েএকাত্মতা প্রকাশ করেন।

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0080490112304688