ঢাবির আইন অনুষদে ঠাঁই পেল না বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠান - দৈনিকশিক্ষা

ঢাবির আইন অনুষদে ঠাঁই পেল না বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠান

ঢাবি প্রতিনিধি |

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের অনুষ্ঠানের ঠাঁই মেলেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নিজের শিক্ষাঙ্গন আইন অনুষদ প্রাঙ্গণে।

যে বিভাগের আঙ্গিনা বঙ্গবন্ধুর পদচারণায় ইতিহাসের অংশ হয়ে হয়েছে সেই চত্বরে তার জন্মদিন পালনের অনুমতি না মেলার অভিযোগ করেছেন অনুষদ ছাত্রলীগনেতারা।

একমাত্র বিভাগভিত্তিক এই অনুষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্মদিনের কোনো অনুষ্ঠান ছিল না। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদ দোয়া, মিলাদ ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি নিলেও ‘অনুষদ চত্বর ব্যবহারের অনুমতি না পেয়ে’ সীমানাপ্রাচীরের বাইরে ফুটপাতে হয়েছে সেই আয়োজন।

তবে এই অভিযোগ অস্বীকার করে জায়গা বরাদ্দের জন্য লিখিত কোনো আবেদন করা হয়নি বলে দাবি করেছে আইন অনুষদ কর্তৃপক্ষ।

আইন বিভাগের মাস্টার্সের (এলএলএম) ছাত্র ও আইন অনুষদ ছাত্রলীগের সভাপতি শরিফুল হাসান শুভ বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বিভাগের ছাত্র ছিলেন- এটা আমাদের জন্য অনেক বেশি গৌরবের হলেও গত কয়েক বছরে বিভাগের পক্ষ থেকে জাতির পিতা সংশ্লিষ্ট কোনো দিবসে অনুষ্ঠান হতে দেখিনি।
“আমরা সাধারণ ছাত্র ও ছাত্রলীগের নেতা-কর্মীরা যখনই উদ্যোগ নিই তখনই আমাদের অসহযোগিতা করা হয়। অথচ বঙ্গবন্ধুর জন্মদিনে বিশ্ববিদ্যালয়ে যে অনুষ্ঠানগুলো করা হয়, তার নেতৃত্বে থাকার কথা ছিলো আইন বিভাগের।”

বঙ্গবন্ধুর জন্মদিনে তার নিজের আইন বিভাগ থেকে কোনো অনুষ্ঠানের আয়োজন ছিল কি না জানতে চাইলে আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাঈমা হক বলেন, “না, আজকে আমাদের ডিপার্টমেন্টে কিছু হয়নি। আজকে ছিল…ইউনিভার্সিটিতে প্রোগ্রাম ছিলো অনেকগুলো। আমি অসুস্থ বলে আর ওদিকে যাইনি।”

এরপর প্রশ্ন করতে গেলে তিনি আর কোনো কথা বলতে চাননি।

শরিফুলের দাবি, এবার বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে অনুষদ ছাত্রলীগের পক্ষ থেকে অনুষদ চত্বরে অনুষ্ঠান করার অনুমতির জন্য ১১ মার্চ অনুষদের ডিনের কাছে গিয়ে তাকে কর্মূচিতে অতিথি থাকার আমন্ত্রণ জানানোর পাশপাশি চত্বরে অনুষ্ঠান আয়োজনের অনুমতি চান। এজন্য ডিন তাকে পাঁচ হাজার টাকা ফির সঙ্গে লিখিত আবেদন ও একাডেমিক কমিটির অনুমোদনের বাধ্যবাধকতাসহ কয়েকটি প্রক্রিয়ার কথা জানান।

আইন অনুষদ ছাত্রলীগের সভাপতি বলেন, “কেবল স্থান বরাদ্দের জন্যই পাঁচ হাজার টাকা যোগাড় করাটা তাদের জন্য কষ্টকর। তাই বাইরের ফুটপাতে অনুষ্ঠান আয়োজন ছাড়া তাদের আর কোনো উপায় ছিলো না।”

তবে অভিযোগটি উড়িয়ে দিয়ে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ তিনি বলেন, “না, কোনো দরখাস্ত আমার কাছে আসেনি।”

অনুষদ ছাত্রলীগের নেতারা তার কাছে অনুমতির জন্য এসেছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, “ওদেরকে বল। যারা অভিযোগ করেছে তাদের সঙ্গে কথা বল।”

তাদের সঙ্গে প্রতিবেদকের কথা হয়েছে জানিয়ে ফের একই প্রশ্ন করা হলে আইনের এই অধ্যাপক বলেন, “না, আসেনি।”

এবিষয়ে শরিফুল বলেন, “আমি নিজে দাওয়াত দিতে গিয়েছি। ১১ তারিখ সকাল সাড়ে ১১ টার দিকে স্যারের চেম্বারে গিয়েছি।”

এর আগে ৬ মার্চও ‘বঙ্গবন্ধু আইন বিভাগের ছাত্র থাকাকালীন সময়ে সংগ্রহকৃত সকল তথ্য ও উপাত্তের অনুলিপি হস্তান্তর ও ১৩ দফা প্রস্তাবনা’ বাস্তবায়নের জন্য সংবাদ সম্মেলন করতে বিভাগের সামনের চত্বর ব্যবহারের অনুমতি চেয়েও পাননি বলে অভিযোগ ছাত্রলীগ নেতাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয় তার যেসব সূর্যসন্তানদের নিয়ে গর্ব করে তার মধ্যে সবার ওপরে নাম রয়েছে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের নাম।

বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য ১৯৪৯ সালে আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শেখ মুজিবকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সে সময় তাকে ১৫ রুপি জরিমানা ও মুচলেকা দিয়ে ছাত্রত্ব টিকিয়ে রাখার প্রস্তাব দেওয়া হলেও তাতে রাজী হননি এই আপোষহীন মহানায়ক। দীর্ঘ ৬১ বছর পর ২০১০ সালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি - dainik shiksha চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0066277980804443