তনু হত্যায় সন্দেহভাজনদের ডিএনএ পরীক্ষা করাবে সিআইডি - Dainikshiksha

তনু হত্যায় সন্দেহভাজনদের ডিএনএ পরীক্ষা করাবে সিআইডি

কুমিল্লা প্রতিনিধি |

tonuকলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকারীদের শনাক্ত করতে সন্দেহভাজন ব্যক্তিদের ডিএনএ পরীক্ষা করাবে সিআইডি। এরপর তা তনুর মরদেহ থেকে নেয়া নমুনায় পাওয়া তিনজনের ডিএনএ প্রোফাইলের সঙ্গে মিলিয়ে দেখা হবে।

মামলার তদন্ত-তদারক কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. নাজমুল করিম খান এসব কথা বলেন।

নাজমুল করিম খান বলেন, ‘তনু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। এর মধ্য থেকে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা হবে। এরপর তাঁদের গ্রেপ্তার করা হবে। ডিএনএ পরীক্ষায় যেসব আলামত পাওয়া গেছে, সেগুলো অপরাধীদের সঙ্গে মিলিয়ে দেখা হবে। আমরা আশা করছি, দেশবাসীকে তনু হত্যা নিয়ে ভালো খবর দিতে পারব।’

তনুর মা ইতিপূর্বে সন্দেহভাজন হিসেবে সার্জেন্ট জাহিদ ও সিপাহি জাহিদ নামের দুই সেনাসদস্যের নাম বলেছিলেন, তাঁদের এই ডিএনএ পরীক্ষার আওতায় আনা হবে কি না—এ প্রশ্নের জবাবে সিআইডির এই বিশেষ পুলিশ সুপার বলেন, ‘মামলার তদন্তের স্বার্থে এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’ এর আগে ৩০ মার্চ দ্বিতীয় দফা ময়নাতদন্তের জন্য তনুর লাশ তোলার পর তাঁর শরীরের কিছু নমুনা ও পরনের কাপড় ডিএনএ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়।

গত সোমবার সিআইডি জানায়, ডিএনএ ফরেনসিক পরীক্ষায় তনুকে ধর্ষণের আলামত মিলেছে। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে চারজনের ডিএনএ প্রোফাইল পাওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে একটি প্রোফাইল তনুর। বাকি তিনটি প্রোফাইল পৃথক তিনজনের। পরীক্ষায় এই তিনজনের বীর্যের আলামত পাওয়া গেছে।

ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0033221244812012