নির্দেশিকা সংশোধনের পর নতুন এমপিওভুক্তি: শিক্ষামন্ত্রী - দৈনিকশিক্ষা

নির্দেশিকা সংশোধনের পর নতুন এমপিওভুক্তি: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির (বেতন বাবদ সরকারি অনুদান পাওয়া) নির্দেশিকার সংশোধন হওয়ার পর নতুন এমপিওভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার সংসদে আওয়ামী লীগের সাংসদ পিনু খানের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, বর্তমানে দেশে ২৬ হাজার ৮৪টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ একট চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বর্তমান মহাজোট সরকারের বিগত মেয়াদে ২০১০ সালে এক হাজার ৬২৪টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির নির্দেশিকার সংশোধন কার্যক্রম চূড়ান্ত করা হয়।

নাহিদ বলেন, পরবর্তী সময়ে এ মন্ত্রণালয় কর্তৃক জারি করা সংশোধিত বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা এবং সরকারের জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর আলোকে নির্দেশিকাটি অধিকতর সংশোধনের প্রয়োজন। এ কারণে সংশোধনের জন্য নয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ পাওয়ার পর নির্দেশিকাটি শিগগিরই চূড়ান্ত করা হবে। পরবর্তীতে বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে এ নির্দেশিকার অনুসরণে বাস্তবতা ও প্রয়োজনীয়তার নিরিখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে। 

আওয়ামী লীগের সাংসদ ডা. মো. এনামুর রহমানের অপর এক প্রশ্নের জবাবে শিক্ষা নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নেই, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি অর্থবছরে ভবন নির্মাণ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়াধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রকল্প প্রণয়ন করা হয়েছে।

নাহিদ বলেন, এরই মধ্যে এ প্রকল্প অন্তর্ভুক্তির জন্য সংসদ সদস্যদের কাছ থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ, ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও ছয়টি মাদ্রাসায় ভবন নির্মাণের জন্য তালিকা সংগ্রহ করা হয়েছে। প্রকল্পটি শিক্ষা মন্ত্রণালয়ে পর্যালোচনা করা হচ্ছে। প্রকল্প অনুমোদিত হলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয়তা ও বাস্তবতার নিরিখে সংগৃহীত প্রাধিকার তালিকা থেকে শিক্ষাপ্রতিষ্ঠান প্রকল্পে অন্তর্ভুক্ত করে যথাশিগগির ও পর্যায়ক্রমে এর বাস্তবায়ন কার্যক্রম শুরু করা হবে।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0040860176086426