পাবলিক পরীক্ষার প্রশ্ন পদ্ধতি সংস্কারের নামে প্রমোদ ভ্রমণ - Dainikshiksha

পাবলিক পরীক্ষার প্রশ্ন পদ্ধতি সংস্কারের নামে প্রমোদ ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক |

‘পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সংস্কার’র ওপর মতামত গ্রহণের নামে কক্সবাজারে ‘প্রমোদ ভ্রমণে’র আয়োজন করা হয়েছে শিক্ষার মানোন্নয়ন প্রকল্পের অর্থায়নে। আগামী ১ ও ২ সেপ্টেম্বর কক্সবাজারের একটি অভিজাত হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হবে, যেখানে ঢাকা থেকে অর্ধশতাধিক আমলা, শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করবেন।

এটিকে বলা হচ্ছে, আবাসিক কর্মশালা। এতে জনপ্রতি ব্যয় হবে প্রায় ৩০ হাজার টাকা।এই কর্মশালায় অংশগ্রহণকারীদের যাতায়াতের জন্য বিমান ভাড়া, হোটেলে থাকা-খাওয়া এবং আনুষঙ্গিক ব্যয় শিক্ষার মানোন্নয়ন প্রকল্প ‘সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামে’র (সেসিপ) তহবিল থেকে বহন করা হবে এছাড়াও কর্মশালায় যোগদানের জন্য অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তাগণ বিধি অনুযায়ী নিজ নিজ কর্মস্থল থেকে টিএ/ডিএ প্রাপ্য হবেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রুহি রহমান স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে যুগ্ম সচিব রুহি রহমান বলেন, ‘এটা ইন হাউজ (ঘরোয়া) কর্মশালা। মন্ত্রণালয় থেকে মাত্র পাঁচজন কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করবেন। এছাড়া মাঠ পর্যায়ে যারা শিক্ষার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট তাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে।’

রাজধানী বাদ দিয়ে কক্সবাজারে এই ব্যয়বহুল কর্মশালার আয়োজন কেন_ সে সম্পর্কে জানতে চাইলে রুহি রহমান বলেন, ‘এই কর্মশালা হবে কিনা তা এখনও নিশ্চিত হয়নি। তবে এটা আমি বলতে পারবো না। প্রকল্প কর্মকর্তারা ভালো বলতে পারবেন।’

এ ব্যাপারে জানতে চাইলে ‘সেসিপ’ প্রোগ্রামের দুজন কর্মকর্তা সংবাদকে বলেন, ‘কর্মশালা কক্সবাজারেই হচ্ছে। মন্ত্রণালয়ই কক্সবাজারে কর্মশালা আয়োজন করতে বাধ্য করেছে। এতে অংশগ্রহণকারীদের বিমান ভাড়া, হোটেল ভাড়া ও আপ্যায়ন বাবদ জনপ্রতি ব্যয় হবে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা।’

‘ওয়ার্কশপ অন পাবলিক এক্সামিনেশন কোয়ালিটি রিফর্মস’ শীর্ষ এই কর্মশালা সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়েছে, ‘২০১০ সাল হতে পর্যায়ক্রমে এসএসসি/দাখিল এবং এইচএসসি/আলিম পরীক্ষায় সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু হয়েছে। পাবলিক পরীক্ষায় সৃজনশীল প্রশ্নপদ্ধতি প্রবর্তন জাতীয় শিক্ষানীতি ২০১০ এর একটি অন্যতম কর্মসূচি।

আগামী ২০১৭ সালে অনুষ্ঠিতব্য এসএসসি/দাখিল এবং এইচএসসি/আলিম পরীক্ষায় নির্ধারিত সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালুকরণের মাধ্যমে এ পদ্ধতি প্রবর্তনের প্রাথমিক পর্যায় সমাপ্ত হবে। ইতোমধ্যে এ পদ্ধতি প্রবর্তনের প্রাথমিক অভিঘাতসমূহ আলোচনায় আসার পরিপ্রেক্ষিতে এগুলো পর্যালোচনার মাধ্যমে সুষ্ঠু, ফলপ্রসূ ও কার্যকরভাবে এ পদ্ধতি বাস্তবায়নের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।

এ পরিপ্রেক্ষিতে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের উদ্যোগে আগামী ১ ও ২ সেপ্টেম্বর কক্সবাজারের হোটেল সী প্যালেসে সৃজনশীল প্রশ্নপদ্ধতির সুষ্ঠু বাস্তবায়নসহ ‘পাবলিক এক্সামিনেশন কোয়ালিটি রিফর্মস’ সংক্রান্ত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে একটি আবাসিক কর্মশালার আয়োজন করা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে সম্মিলিত অভিভাবক পরিষদের আহবায়ক শহিদুল ইসলাম দৈনিক শিক্ষাকে বলেন, লোন করা টাকার দেশবিদেশে ঘোরাফেরা করা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এটা বন্ধ করা উচিত।

জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা please click here to view dainikshiksha website Execution time: 0.0062501430511475