ফেল করলে অভিভাবকদের সুপারিশ করা উচিত নয় : মেয়র নাছির - দৈনিকশিক্ষা

ফেল করলে অভিভাবকদের সুপারিশ করা উচিত নয় : মেয়র নাছির

চট্টগ্রাম প্রতিনিধি |

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রত্যেক অভিভাবকেরই সন্তানদের পড়াশোনা ও সার্বিক বিষয়ে তদারকি ও খোঁজখবর রাখা উচিত। ভালো ফলের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ও প্রণোদনা প্রয়োজন। তিনি আরো বলেন, পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণের জন্য অভিভাবকদের সুপারিশ করা উচিত নয়। এ রকম অনুরোধ নিয়ে অনেক অভিভাবক তাঁর কাছে যান। তাঁর মতে, সুপারিশের মাধ্যমে উত্তীর্ণ হলে ওই শিক্ষার্থীর কাছে পরবর্তী শ্রেণির পড়াশোনাগুলো বোঝা মনে হয় এবং সে আরো অমনোযোগী হয়ে পড়তে পারে।

গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের কাপাসগোলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। কাপাসগোলা সিটি করপোরেশন কলেজ ও বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লোকমান হাকিম মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিক কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু ও আঞ্জুমান আরা বেগম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শর্মিষ্ঠা মজুমদার প্রমুখ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রঞ্জনা সেন, আমিনুল হক রঞ্জু, আবুল খায়ের মনসুর, কায়সার আহমেদ, দেলোয়ার ফরহাদ, আমিনুর রহমান, এস এম দেলোয়ার হোসেন, জয়নাব বেগম, মোবাশ্বেরা বেগম, শামিম আরা বেগম প্রমুখ।

সিটি মেয়র তাঁর বক্তব্যে প্রত্যেক অভিভাবককে সন্তানদের ভার্চুয়াল জগৎ সম্পর্কে খোঁজখবর রাখতে বলেন, যাতে ছাত্র-ছাত্রীরা ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপসংস্কৃতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না হয়। তিনি পিইসি পরীক্ষায় কাপাসগোলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আশানুরূপ সাফল্যের প্রশংসা করেন এবং আগামীতে জেএসসি পরীক্ষায় আরো ভালো করবে বলে প্রত্যাশা করেন।

রোজায় স্কুল: শিক্ষার্থী উপস্থিতি কম, নজরদারিও ঢিলেঢালা - dainik shiksha রোজায় স্কুল: শিক্ষার্থী উপস্থিতি কম, নজরদারিও ঢিলেঢালা পেনশন প্রজ্ঞাপনে উদ্বিগ্ন ঢাবি উপাচার্য - dainik shiksha পেনশন প্রজ্ঞাপনে উদ্বিগ্ন ঢাবি উপাচার্য শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষণা অনুদান করমুক্ত - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষণা অনুদান করমুক্ত ব্রাজিলে তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ - dainik shiksha ব্রাজিলে তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শিক্ষা সহায়তা ট্রাস্টের নামে প্রতারণা, সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha শিক্ষা সহায়তা ট্রাস্টের নামে প্রতারণা, সতর্কীকরণ বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিকের সমমান পেলো ‘হেট’ - dainik shiksha উচ্চ মাধ্যমিকের সমমান পেলো ‘হেট’ আটকের ১৩ দিন পরেও বরখাস্ত হননি অধ্যক্ষ - dainik shiksha আটকের ১৩ দিন পরেও বরখাস্ত হননি অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.0065290927886963