বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থীদের সচেতনতা - Dainikshiksha

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থীদের সচেতনতা

ড. শামসুল আরেফিন |

স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ত্রিশ হাজার শিক্ষার্থী নিয়ে উচ্চশিক্ষার যাত্রা শুরু হয়। বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে ১৩৭টি বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষার্থী সংখ্যা বত্রিশ লাখের বেশি। উচ্চশিক্ষা ক্ষেত্রের এই সাফল্য ও ইতিবাচক দিকটিতে কতিপয় মুনাফালোভী অসাধু ব্যবসায়ীর চোখ পড়ে। তারা এটিকে ভিন্নখাতে পরিচালনায় লিপ্ত হন। দারুল ইহসান নামের একটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আনাচে-কানাচে অসংখ্য শাখা ক্যাম্পাস খুলে উচ্চশিক্ষার এই জায়গাটিকে কলঙ্কিত করেছে। বার বার সর্তক করে দেওয়ার পরও তারা নিজেদের সংশোধন করেননি। উল্টো কোর্টে রিট করে দীর্ঘদিন তাদের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে গেছেন। অবশেষে ২৫ জুলাই ২০১৬ তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগের প্রদত্ত রায়ের আদেশবলে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। শুধু দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ই নয়, দেশে আরও কিছু এরকম বিশ্ববিদ্যালয় রয়েছে যাদের কাছে শিক্ষা ও শিক্ষার্থীরা মোটেও নিরাপদ নয়। তাদের আইন বহির্ভূত কর্মকাণ্ডের ওপর নানাবিধ নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা কীভাবে এহেন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তা নিয়ে সমাজের সচেতন মহল ভীষণ উদ্বিগ্ন।

উচ্চশিক্ষার দেখভালের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শিক্ষার্থীদের দেখেশুনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য মাঝে মাঝে জনস্বার্থে সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। এতে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত স্নাতক, স্নাতকোত্তর এবং ডিপ্লোমা পর্যায়ে শিক্ষার্থী ভর্তির যোগ্যতা অনুসরণ করার আবশ্যকতার দিক-নির্দেশনা রয়েছে। এছাড়া ইউজিসি কর্তৃক অনুমোদিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে কোনো শিক্ষার্থী ভর্তি হলে তার দায়ও ঐ শিক্ষার্থীকে বহন করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও কিছু কিছু অনিয়ম দেখা যায়। এ প্রসঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিপত্রে সুস্পষ্ট ব্যাখ্যা আছে। বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, কোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্বানুমোদন ব্যতিরেকে নতুন অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, সেন্টার বা কোর্স খোলা ও জনবল নিয়োগ এবং শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। ইউজিসি’র পূর্বানুমোদন ব্যতিরেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, সেন্টার বা কোর্স খোলা ও জনবল নিয়োগ এবং শিক্ষার্থী ভর্তি করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে বহন করতে হবে। এছাড়া এখান থেকে যে সকল শিক্ষার্থী পাস করে বের হবেন, তার দায়-দায়িত্বও কমিশন বহন করবে না।

উচ্চশিক্ষা প্রসারে দেশীয় কিছু অসাধু চক্রের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি চক্রও সক্রিয় রয়েছে। তাদের হাতেও পাতা আছে প্রতারণার নানা ধরনের ফাঁদ। বিশ্বের অনেক নামি-দামি শিক্ষা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাসের নামে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। আইনি ব্যবস্থা গ্রহণের আগেই দেশের মূল্যবান সম্পদ পাচার হয়ে যাচ্ছে লুটেরাদের পকেটে। ২৪ জুলাই ২০১৭ জনস্বার্থে প্রকাশিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অদ্যাবধি কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা, ক্যাম্পাস, স্টাডি সেন্টার স্থাপন ও পরিচালনার অনুমতি শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি কর্তৃক দেওয়া হয়নি। সঙ্গত কারণেই বিজ্ঞপ্তি দেখে কোনো বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শাখা বা ক্যাম্পাসে ভর্তি হয়ে প্রতারণার শিকার না হওয়ার জন্যও শিক্ষার্থীদের সতর্ক করে দেওয়া হয়।

শিক্ষাই জাতির মেরুদণ্ড। উন্নয়নের মূল চাবিকাঠি। জাতিকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হলে অচিরেই বন্ধ করতে হবে সব ধরনের অবৈধ শিক্ষা বাণিজ্য। দুষ্টচক্র যতো শক্তিশালীই হোক না কেন তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো জরুরি। সরকারের পাশাপাশি দেশের সকল শ্রেণি-পেশার নাগরিকের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তা রোধ করা সম্ভব।

লেখক: গবেষক

সৌজন্যে: ইত্তেফাক

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0074729919433594