ভয়াবহ এমপিও দুর্নীতি - দৈনিকশিক্ষা

ভয়াবহ এমপিও দুর্নীতি

নিজস্ব প্রতিবেদক |

টাঙ্গাইলের ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের শিক্ষক বিমল চন্দ্র মারা যান তিন বছর আগে। কিন্তু তার নামে এখনও এমপিও পাঠানো হচ্ছে। বিমলের মারা যাওয়ার খবর লিখিতভাবে জানানো হয়েছে যথাযথ কর্তৃপক্ষকে। মৃত্যুজনিত কারণে শূন্যপদে নতুন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন মো: হারুনুর রশীদ। তিনিও এমপিও ভুক্ত হয়েছেন দুই বছরের বেশি।

একই স্কুলের সাইদুজ্জামান চাকরি না ছেড়ে তিন বছর আগে আমেরিকা পাড়ি জমান। শিক্ষাবোর্ডের আরবিট্রেশনের মাধ্যমে তার চাকরিচ্যুতি নিশ্চিত হয়। এমপিওশীট থেকে নাম কর্তন করার চিঠি পাঠানো হয়েছে বহু আগেই। তবুও তার নামে এমপিও যাচ্ছে। গত ২৪শে জুলাই ছুটি নিয়ে সৌদি আরব  গেছেন অধিদপ্তরের উপ পরিচালক মো: মোস্তফা কামাল। ফিরবেন ৭ সেপ্টেম্বর। তবুও তিনি ১লা আগস্ট সবাক্ষর করেছেন জুলাই মাসের এমপিওশীটে! দৈনিকশিক্ষার অনুসন্ধানে উঠে এসেছে এসব ভয়াবহ এমপিও দুর্নীতির চিত্র।

আবার কলেজিয়েট মডেলসহ ধনবাড়ীর আরও অন্তত ছয়টি স্কুলে মে মাসের বেতন-ভাতা পাঠানো হয়েছে। জুলাই মাসের বেতন-ভাতা না দিয়ে পাঠানো হয়েছে মে মাসেরটা। আর এসব অনিয়মের মাধ্যমে সরকারি কোষাগারের টাকা লুটেপুটে খাওয়ার সঙ্গে যুক্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একজন পরিচালক, একজন উপ-পরিচালক ও ইএমআএস সেলের কর্মকর্তা-কর্মচারীদের অধিকাংশ।

কলেজিয়েট মডেল স্কুলের প্রধান শিক্ষক এস এম মাসুদ কবীর শনিবার (১২ আগস্ট) দৈনিকশিক্ষাডটকমকে জানান, “আজ আগস্টের ১২ তারিখ পাওয়া গেলো মে মাসের এমপিওরশীট। সহকারি গ্রন্থাগারিক নিলুফার ইয়ামীনের জুলাই মাসে এমপিওভুক্ত হয়েছেন। আবার আমার স্কুলের অপর শিক্ষক শফিক উল্লাহর বিএড স্কেল পাওয়ার পর কোড পরিবর্তন হয়েছে। অথচ এমপিওশীটে লেখা মে/২০১৭। কাল ১৩ আগস্ট শেষ দিন। কী করি ভেবে পাই না।”

তিনি বলেন, অবসর ও কল্যাণ ট্রাস্টের ছয় শতাংশ টাকা কর্তনের পর তিন লাখ ৭১ হাজার ৫৫৩ টাকা এসেছে। মোট ১৯ জনের বিল এসেছে কিন্তু আসার কথা ১৮ জনের। মৃত ও আমেরিকায় পাড়ি জমানো দুইজনের এমপিও বাতিলের জন্য চিঠি দিয়েছি।

জানতে চাইলে একই উপজেলার সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান খান দৈনিকশিক্ষাডটকমকে বলেন, ১৫ জন শিক্ষক-কর্মচারীর জুলাই মাসের এমপিওর টাকা আসার কথা। অথচ আগস্টে তাদের স্কুলে বিল এসেছে মে মাসের এমপিওর।

নরিল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, তার স্কুলের সহকারি শিক্ষকের এমপিওর কাগজ আসেনি। আদৌ আসবে কিনা এ নিয়ে নিজের আশংকার কথাও জানালেন এই শিক্ষক।

একই অবস্থা হাজরাবাড়ি উচ্চ বিদ্যালয়ের। এ স্কুলের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম (রিপন)জানান, তার প্রতিষ্ঠানের গ্রন্থাগারিকের এমপিওর কোনো খবর হয়নি এ মাসে।

পাইশকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জেল হোসেন তালুকদারও জুলাই মাসের এমপিওর পরিবর্তে মে মাসের এমপিওর বিল পাওয়ায় হতাশা প্রকাশ করেন।

ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0034971237182617