মোদি মামা সমাবেশ কি স্কুলের চেয়েও গুরুত্বপূর্ণ? - দৈনিকশিক্ষা

মোদি মামা সমাবেশ কি স্কুলের চেয়েও গুরুত্বপূর্ণ?

নিজস্ব প্রতিবেদক |

‘মোদি মামা, তোমার সমাবেশ কি আমাদের স্কুলের চেয়েও গুরুত্বপূর্ণ? আমি যুক্তরাষ্ট্রেও তোমার ভাষণ শুনেছি। সেখানে অনেক মানুষ এসেছিল। কিন্তু তারা কেউ স্কুলবাসে করে আসেনি।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ক্ষোভ ঝেড়ে এমন চিঠি লিখেছে অষ্টম শ্রেণির ছাত্র দেবানশ জৈন। সে মধ্যপ্রদেশ রাজ্যের আলিরাজপুর জেলার একটি স্কুলের শিক্ষার্থী। মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের স্বাধীনতার ৭০ বছর পূর্ণ হতে যাচ্ছে ১৫ আগস্ট। এ উপলক্ষে বিপ্লবী নেতা চন্দ্রশেখর আজাদের জন্মস্থান মধ্যপ্রদেশ রাজ্যের ভাবরা গ্রামে আজ যাওয়ার কথা নরেন্দ্র মোদির। পাশের গ্রাম জোথরাদাতে এক সমাবেশে ভাষণ দেবেন তিনি। সেখানে তিনি ‘সত্তর সাল আজাদি, ইয়াদ করো কুরবানি’ নামের একটি প্রচার শুরু করবেন। মোদির সমাবেশে লোক পাঠাতে সরকারি নির্দেশে আলিরাজপুর জেলার অনেক প্রতিষ্ঠানের কাছে থেকে বাস সংগ্রহ করা হয়। এর মধ্যে অনেক স্কুলবাসও রয়েছে।

দেবানশ জৈন জেলার বিদ্যাকুঞ্জ স্কুলের শিক্ষার্থী। তার এক শিক্ষক জানান, প্রধানমন্ত্রী মোদির সমাবেশ উপলক্ষে ৯ ও ১০ আগস্ট স্কুল বন্ধ থাকবে। কারণ, স্কুলবাসগুলো সমাবেশের কাজে নিয়ে যাওয়া হবে। এ কথা শোনার পর ক্লাসে যেতে না পারার ক্ষোভ থেকে দেবানশ প্রধানমন্ত্রীর উদ্দেশে আবেগভরা এক চিঠি লেখে।

নিজেকে মোদির একজন ভক্ত উল্লেখ করে দেবানশ লিখেছে, সে রেডিওতে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানটি সব সময় শোনে। এমনকি সে মোদিকে অনুসরণ করায় তাকে অনেক সময় ক্লাসের বন্ধুরা খ্যাপায়। এ নিয়ে প্রায়ই তাকে বন্ধুদের সঙ্গে লড়াই পর্যন্ত করতে হয়।

সে চিঠিতে মোদিকে অনুরোধ জানিয়েছে যেন ‘শিবরাজ মামাকে’ তিনি স্কুলবাস ভাড়া না করতে বলে দেন। কেননা, সে মনে করে, মোদি কংগ্রেস নেতাদের মতো নন এবং তিনি শিক্ষার্থীদের পড়াশোনা ও তাদের ভবিষ্যৎ নিয়ে সচেতন। শিবরাজ মামা মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

‘আর তুমি যদি তা করো, তাহলে আমি নিশ্চিত বলতে পারি, আমার মোদি মামার সমাবেশে লোকজন এমনই আসবে, কাউকে আনতে হবে না।’

এই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জয়েন্ট কালেক্টরের পক্ষ থেকে জেলা কালেক্টরকে তাৎক্ষণিক মোদির সফর উপলক্ষে বাস সংগ্রহ বন্ধের নির্দেশ দেওয়া হয়। অথচ এই জয়েন্ট কালেক্টরই সমাবেশ উপলক্ষে এই স্কুলবাসগুলো দিতে সরকারি নির্দেশ জারি করেন।

হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য - dainik shiksha হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা - dainik shiksha ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক - dainik shiksha সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি - dainik shiksha ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার - dainik shiksha রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0036759376525879