রাবিতে শিক্ষার্থীরাই শুধু নির্বাচন থেকে বঞ্চিত! - দৈনিকশিক্ষা

রাবিতে শিক্ষার্থীরাই শুধু নির্বাচন থেকে বঞ্চিত!

রাবি প্রতিনিধি |

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবন থাকলেও নেই ছাত্র প্রতিনিধি। অনেক ছাত্রই জানেন না এ কার্যালয়টি কী কাজে ব্যবহৃত হয়। অথচ বছরের পর বছর ছাত্ররা রাকসু ফি দিয়ে আসছেন। এমন অবস্থা ২৮ বছর ধরেই চলছে।

প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এ বিশ্ববিদ্যালয়ে সিনেট, সিন্ডিকেট, ডিন, শিক্ষক সমিতি, অফিসার সমিতি, তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নির্বাচন হয়ে আসছে নিয়মিত। শুধু হয় না ছাত্র সংসদ নির্বাচন। ১৯৯০ সালে এখানে শেষ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এ অবস্থায় শিক্ষাঙ্গনের স্বাভাবিক বিকাশের পথে নানা অন্তরায় সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে পাওয়া তথ্যানুযায়ী, অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে নিয়মিতই হচ্ছে সিনেট শিক্ষক প্রতিনিধি, সিন্ডিকেট সদস্য, শিক্ষা পরিষদ, পরিকল্পনা ও উন্নয়ন কমিটির নির্বাচন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে না থাকলেও নিজেদের স্বার্থ রক্ষার জন্য গঠিত শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষকসমাজ, অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি ও সাধারণ কর্মচারী সমিতির নির্বাচনগুলোও নির্ধারিত সময়ে হচ্ছে। রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তমাশ্রী দাস বলেন, ‘ক্ষমতার দ্বন্দ্বে আমাদের দীর্ঘদিন ধরে নির্বাচন থেকে বঞ্চিত হতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যে রাজনীতিচর্চা করেন তাকে তারা জাতীয় রাজনীতি বানিয়ে ফেলেছেন। ফলে যে সরকার ক্ষমতায় আসে সে সরকারই ক্যাম্পাসগুলো নিজেদের দখলে রাখতে চায়। ফলে সাধারণ শিক্ষার্থীরা নির্বাচন থেকে বঞ্চিত হচ্ছেন।

রোজায় স্কুল: শিক্ষার্থী উপস্থিতি কম, নজরদারিও ঢিলেঢালা - dainik shiksha রোজায় স্কুল: শিক্ষার্থী উপস্থিতি কম, নজরদারিও ঢিলেঢালা পেনশন প্রজ্ঞাপনে উদ্বিগ্ন ঢাবি উপাচার্য - dainik shiksha পেনশন প্রজ্ঞাপনে উদ্বিগ্ন ঢাবি উপাচার্য শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষণা অনুদান করমুক্ত - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষণা অনুদান করমুক্ত ব্রাজিলে তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ - dainik shiksha ব্রাজিলে তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শিক্ষা সহায়তা ট্রাস্টের নামে প্রতারণা, সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha শিক্ষা সহায়তা ট্রাস্টের নামে প্রতারণা, সতর্কীকরণ বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিকের সমমান পেলো ‘হেট’ - dainik shiksha উচ্চ মাধ্যমিকের সমমান পেলো ‘হেট’ আটকের ১৩ দিন পরেও বরখাস্ত হননি অধ্যক্ষ - dainik shiksha আটকের ১৩ দিন পরেও বরখাস্ত হননি অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.012434959411621