শিক্ষক নির্যাতনের বিচার না হলে কর্মসূচি দেবেন প্রাথমিক শিক্ষকরা - দৈনিকশিক্ষা

শিক্ষক নির্যাতনের বিচার না হলে কর্মসূচি দেবেন প্রাথমিক শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক |

সম্প্রতি বিভিন্ন স্থানে কয়েকজন শিক্ষককে নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। শিক্ষক নির্যাতনকারীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। অনতিবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেবেন শিক্ষকরা।

বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) দৈনিকশিক্ষা ডটকমে পাঠানো বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির এক বিবৃতিতে একথা জানানো হয়।

সমিতির সিনিয়র সহ সভাপতি সুব্রত রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক মো. গাজীউল হক চৌধুরী বলেন, সম্প্রতি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঝাড়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিমা আকতার শিখা ও সহকারি শিক্ষক মিতা, বগুড়া জেলার ধুনট উপজেলার জোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আব্দুর রাজ্জাক ও পটুয়াখালীর বাউফলের পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক মোঃ আবু জাফর ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক লাঞ্ছিত হন ৷

এ ঘটনায় শিক্ষক নেতৃবৃন্দ একটি শিক্ষকবান্ধব গনতান্ত্রিক সরকারের আমলে দেশব্যাপী শিক্ষক নির্যাতনের এ ঘটনা মেনে নেয়া যায় না। অনতিবিলম্বে শিক্ষক নির্যাতন রোধকল্পে শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান তারা।

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঝাড়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিমা আকতার শিখা ও সহকারি শিক্ষক মিতাকে গত ১০ ফেব্রুয়ারি প্রকাশ্য তার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির নেতৃত্বে পেটানো হয়। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে বদলগাছী থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বদলগাছি উপজেলার সকল শিক্ষক গত সোমবার (১২ই ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় উপজেলা সদরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন।

কিছুদিন পূর্বে বগুড়া জেলার ধুনট উপজেলার জোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:আব্দুর রাজ্জাককে বিদ্যালয় চলাকালীন সময়ে অমানবিক নির্যাতন করে একটি হাত ভেঙ্গে দেয়া হয়। এর আগে মটরসাইকেল দুর্ঘটনায় একটি হাত ও পা ভেঙ্গে যাওয়ায় পঙ্গুত্ব নিয়ে ক্র্যাচে ভর করে চলতেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে পরাজিত পক্ষের লোকজন এ ঘটনা ঘটায়৷ ফলে ভাল হাতটাও এবার ভেঙে দেওয়ায় ওই শিক্ষক প্রায় সম্পূর্ণ পঙ্গু হয়ে গেছে ৷

এ ছাড়া পটুয়াখালীর বাউফলের পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক মোঃ আবু জাফর তার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দ্বারা লাঞ্ছিত হন ৷ ওই বিদ্যালয়ের ২০১৬- ১৭ অর্থ বছরের ক্ষুদ্র মেরামতের টাকা ম্যানেজিং কমিটির সভাপতি আত্মসাৎ করেন। এবিষয়ে জানতে গেলে সভাপতি ওই শিক্ষককে লাঞ্ছিত করেন ৷

এর আগে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ইউপি সদস্য কুখ্যাত সন্ত্রাসী আলতাফ ছানা ও তার সঙ্গীয় সন্ত্রাসী বাহিনীর হাতে এলাকার পাইথালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলামের উপর নির্মম হামলা হয়েছিল ৷

দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0039958953857422