শিক্ষা ডিরেক্টরি অ্যাপস উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী - দৈনিকশিক্ষা

শিক্ষা ডিরেক্টরি অ্যাপস উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |

টেলিফোন নির্দেশিকা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ফোন নাম্বারসহ বিভিন্ন সেবা সংবলিত অ্যাপের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একই সাথে অনলাইন ইআইআইএন (এডুকেশনাল ইনস্টিটিউশান আইডেন্টিফিকেশান নাম্বার) কার্যক্রমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এসময়।

সোমবার (২৫শে সেপ্টেম্বর) রাজধানীর পলাশীতে অবস্থিত বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সম্মেলন কক্ষে চারটি জেলার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অ্যাপস ও ইআইআইনএন কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।

এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: সোহরাব হোসাইন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো: আলমগীর। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যানবেইসের পরিচালক মো: ফসিউল্লাহ।

ইআইআইএন অনলাইন কার্যক্রম সম্পর্কে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন কার্যক্রম করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট করে শিক্ষকদের আসতে হত। আজ থেকে সে কষ্ট দূর হল। এখন থেকে এক ঘন্টার মধ্যেই প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান তাদের ইআইআইএন কার্যক্রম সম্পন্ন করতে পারবে।

শিক্ষা ডিরেক্টরি অ্যাপসটি সম্পর্কে মন্ত্রী বলেন, যেখানে যে অবস্থাতেই থাকি না কেন যেকোনো প্রয়োজনে আমরা খুব তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ নাম্বার পেয়ে যাব। উদ্বোধন শেষে অ্যাপসটি থেকে তিনি নিজেই একজন জেলা প্রশাসকের ফোন নম্বর বের করে ফোনে কথা বলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, শিক্ষা সম্পর্কিত প্রায় সবকিছুই এখন অনলাইনে। শিক্ষক-কর্মচারিদের বদলি, পদায়নসহ সব কিছু অনলাইনে হচ্ছে। অনলাইনে সবকিছু হওয়ায় কোন তদবির কাজে লাগে না বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া যেকোন দরকারে সশরীরে উপস্থিত না হয়ে অ্যাপসটি ব্যবহার করে ফোন করতে। এখানে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিবসহ বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ফোন নম্বর রয়েছে।

এছাড়া শিক্ষা ডিরেক্টরি অ্যাপসটিতে শিক্ষা মন্ত্রণালয়সহ দেশের সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ফোন নম্বর ও বিভিন্ন তথ্য পাওয়া যাবে। যেকোনো স্মার্ট ফোনের মাধ্যমে এ অ্যাপস ব্যবহার করা যায়। এছাড়া অ্যাপটি অফলাইন হওয়ায় ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহারের সুবিধা রয়েছে।

এ অ্যাপসটির কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে স্বয়ংক্রিয় আপডেট, তথ্য অনুসন্ধান, গুরুত্বপূর্ণ ফোন নাম্বারের সংযোজন অন্যতম। কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের প্রথম নাম বা শেষ নাম, মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলেই চলে আসবে কাক্সিক্ষত তথ্য। আজ সন্ধ্যার পর থেকে গুগল প্লে স্টোর থেকে পাওয়া যাবে বলে নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে।

দূরবীণ ল্যাবস লিমিটেডের কারিগরি সহায়তায় অ্যাপসটি নির্মাণ করেছেন ব্যানবেইস।

জেনে নিন অনলাইনে ইআইআইএন বর্তমান কার্যক্রম: ১. শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রয়োজনীয় সম্মতি ও অনুমতিপত্র এবং যথাযথভাবে পূরণকৃত জরিপের তথ্য ছকসহ অনলাইনে ইআইআইএন এর জন্য আবেদন করবেন। আবেদন ও তথ্য সফট্ওয়্যারে সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানের মোবাইল নম্বরে এসএমএস এবং ই-মেইলের মাধ্যমে ট্রাকিং নম্বর ও পাসওয়ার্ড পাওয়া যাবে। পরবর্তিতে অনলাইনে ট্রাকিং নম্বর ও পাসওয়ার্ড দিয়ে আবেদনের অবস্থান জানা যাবে। চূড়ান্ত অনুমোদনের পর ইআইআইএন সনদ অনলাইনে সংগ্রহ করা যাবে।

২. আবেদন স্বয়ংক্রিভাবে ব্যানবেইসের প্রোগ্রামের প্যানেলে যুক্ত হবে। প্রোগ্রামার যাচাই বাছাই করে সিনিয়র এনালিস্টের কাছে প্রেরণ করবেন। পরিচালকের অনুমোদনের সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানের মোবাইল নম্বরে এসএমএস এবং ই-মেইলে মেসেজ যাবে। আবেদনের সময় প্রাপ্ত ট্রাকিং নম্বর ও পাসওয়ার্ড দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বসেই অনলাইনে ইআইআইএন সনদ সংগ্রহ করা যাবে। আবেদন দাখিলের পর এক ঘন্টার মধ্যে সমুদয় কাজ সম্পন্ন হবে।

দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0061869621276855