সমুদ্র সম্পদ আহরণে দক্ষ মানবসম্পদ তৈরী করতে হবে: শিক্ষামন্ত্রী - দৈনিকশিক্ষা

সমুদ্র সম্পদ আহরণে দক্ষ মানবসম্পদ তৈরী করতে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |

দেশের বিপুল পরিমাণ সমুদ্র সম্পদ আহরণ করে কাজে লাগাতে দেশের তরুনদের দক্ষ মানবসম্পদ হিসেবে গঠন করার তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার (২২শে জুলাই) রাজধানীর সেগুনাবগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সমুদ্র সম্পদ বিষয়ক ‘লিগ্যাল রিজাইম এ্যাট সি এন্ড গভর্নেন্স অব মেরিটাইম রিসোর্স ফর সাসটেইনেবল ব্লু ইকোনমি’ শিরোনামের এক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএমইউ) এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের ব্লু ইকোনমি সেল যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভারতের ন্যাশনাল মেরিটাইম ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডমিরাল আর কে ধাওয়ান (অবঃ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল এ এস এম আব্দুল বাতেন।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ আয়তনে একটি ছোট দেশ। তবে এখানে বিপুল পরিমাণ সমুদ্র সম্পদ রয়েছে। আমরা শুধু দক্ষ ও এ বিষয়ে বিশেষজ্ঞের অভাবে এ বিপুল পরিমাণ সম্পদ আহরণ করতে পারছি না। এজন্য আমাদের দেশের তরুনদের দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরি করতে হবে।
‘এ লক্ষ্যে আমরা ২০১৩ খ্রিস্টাব্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় স্থাপন করেছি। ইতিমধ্যেই এ বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়েছে। সমুদ্র খাতে এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছি। এছাড়া, সমুদ্রখাতে গবেষণা ও উন্নয়নে সরকার সব সময় পাশে থাকবে এ বিশ্ববিদ্যানয়ের’।
দেশের অর্জিত সমুদ্র সম্পদ অনুসন্ধান, আহরণ ও যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতিতে ব্লু ইকোনমির অবদান সম্পর্কে সকল মেরিটাইম স্টেকহোল্ডারদের সচেতন করে একযোগে কাজ করার লক্ষ্যে আজকের এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, আনন্দ শিপইয়ার্ড এ্যান্ড শিপওয়েজ লি. ও আনন্দ গ্রুপের চেয়ারম্যান ড. আব্দুল্লাহেল বারী এবং অ্যাডমিরাল আর কে ধাওয়ান (অবঃ)। এছাড়াও, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের ব্লু ইকোনমি সেলের কমডোর এ মামুন চৌধুরী, চীনের ন্যাশনাল ওসান টেকনোলজি সেন্টারের (এনওটিসি) সহযোগী অধ্যাপক জিং টেং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. লাইলুফার ইয়াসমিন এ বিষয়ের উপর তাদের নিজ নিজ প্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারে বক্তারা সমুদ্র ও সমুদ্র সম্পদের আইন, অধিকার, আহরণ ও ব্যবহারের নীতিমালা প্রণয়ন, সরকারি ও বেসরকারি সকল মেরিটাইম স্টেক হোল্ডারদের একযোগে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহবান জানান।
ব্লু ইকোনমির সাফল্য অর্জনে সকলের সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ আরোপ করে প্রধানমন্ত্রী কর্তৃক মেরিটাইম সংশ্লিষ্ট দক্ষ জনবল তৈরী, উন্নত প্রযুক্তি উদ্ভাবন, উচ্চ শিক্ষা ও গবেষণায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাসহ সমুদ্র বিজয়ের কথা তুলে ধরা হয় এসময়। এছাড়া, এ খাতের উন্নয়ন ও সমৃদ্ধিতে বর্তমান সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন বক্তারা।

হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য - dainik shiksha হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা - dainik shiksha ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক - dainik shiksha সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি - dainik shiksha ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার - dainik shiksha রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0058498382568359