স্বাধীনতা শিক্ষক পরিষদের মাধ্যমে ননএমপিও শিক্ষকদের দাবী পূরণ করা হবে - দৈনিকশিক্ষা

স্বাধীনতা শিক্ষক পরিষদের মাধ্যমে ননএমপিও শিক্ষকদের দাবী পূরণ করা হবে

সাগর আনোয়ার |

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবীতে আন্দোলনরত শিক্ষকদের স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়ে ঢাকা ছাড়ার নির্দেশ দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা। আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানরত শিক্ষকদের দাবীর প্রতি সংহতি প্রকাশ করতে গিয়ে শিক্ষকদের এ নির্দেশ দেন।

অবস্থানরত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু সঙ্গে যোগাযোগ রাখবেন। স্বাসিপ নেতৃবৃন্দই আপনাদের দাবীসমূহ প্রধানমন্ত্রীকে জানাবেন।”

শত শত শিক্ষকদের উদ্দেশ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক বলেন, “শেখ হাসিনার সরকারের কাছে আন্দোলন করে দাবী আদায় করার কিছু নেই। তিনি সব জানেন। আপানারা [শিক্ষকরা] যার যার ঘরে ফিরে যান। ধৈর্য্য ধরুন আমরাই আপনাদের সঙ্গে যোগাযোগ করবো।”

অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা  ২০১৩ খ্রিস্টাব্দে এমপিওর দাবীতে কাফনের কাপড় পরে আন্দোলনের সময় অন্যের কু-পরামর্শে হঠকারী সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনারা সচিবালয় ঘেরাও করেছিলেন। কিন্তু তারপরও আপনাদের দাবীর প্রতি সংহতি জানাতে এসেছি। রাস্তায় থাকার দরকার নেই, ঘরে ফিরে যান।”

“আপনাদের বিষয়টি  স্বাশিপ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অবহিত করবেন।”

সুজিত নন্দী সমবেত শিক্ষকদের কাছে জানতে চান শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি আস্থা রয়েছে কি-না। সমবেত শিক্ষকরা তখন  হাত উঁচু করে হ্যাঁ সূচক জবাব দেন এবং জয়বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগান দেন।

রোববার দুপুর বারোটার দিকে আন্দোলনরত শিক্ষকরা অবস্থান কর্মসূচি সাময়িক স্থগিত করেন।

এক প্রশ্নের জবাবে সভাপতি মো: এশারত আলী দৈনিকশিক্ষাডটকমকে বলেন, “অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন কি-না তা আজ (রোববার) সন্ধ্যায় শিক্ষক নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত নেবেন”।

তবে, উপস্থিত শিক্ষকরা দৈনিকশিক্ষাকে জানিয়েছেন তারা আন্দোলন ও  আলোচনা একসঙ্গে চালিয়ে যাবেন এবং কাল সোমবার সকালে অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন।

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি ও যোগদানের দিন থেকে চাকরির বয়স গণনার দাবিতে ৬ষ্ঠ দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীরা।

রবিবার সকাল সাড়ে দশটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এই অবস্থান শুরু করেন শিক্ষকরা।

এরআগে শনিবার সন্ধ্যায় ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে ৭ সদস্যের ১টি প্রতিনিধিদল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন ৷

এর আগে গত ৮ জানুয়ারি  প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা। এরপর ৯ জানুয়ারি মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের কাছে শিক্ষকদের মানবাধিকার লঙ্ঘণের প্রতি দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপি দেয় সংগঠনটি। ফেডারেশন নেতৃবৃন্দের মতে, সারাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদরাসা) বিভিন্ন স্তরের প্রায় ৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত নয়। যেখানে প্রায় এক লাখ শিক্ষক কর্মরত রয়েছেন।

নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0035169124603271