৫ ছাত্রের আত্মসমর্পণ, মেলেনি কিছুই - Dainikshiksha

৫ ছাত্রের আত্মসমর্পণ, মেলেনি কিছুই

নরসিংদী প্রতিনিধি |

পাঁচ ছাত্রের আত্মসমর্পণের মধ্য দিয়ে নরসিংদীর সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান শেষ হয়েছে। গত শনিবার বিকেল ৪টায় জঙ্গি আস্তানা সন্দেহে র্যাব-১১’র সদস্যরা জেলা সদরের গাবতলী উত্তরপাড়ার প্রবাসী মঈনউদ্দিন আহমেদের বাড়ি ঘেরাও করে। তবে সাড়ে ১৮ ঘন্টার এই অভিযানে তারা কোনো অস্ত্র বা গোলাবারুদ উদ্ধার করতে পারেনি। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়িটির ভিতরে থাকা পাঁচ ছাত্র স্বজনদের সহায়তায় র্যাবের নিকট আত্মসমর্পণ করেন। এরা হলেন: আবু জাফর মিয়া, মাসুুদুর রহমান, মশিউর রহমান, বাছিরুল ইসলাম ও সালাহ উদ্দিন। এদের জঙ্গি সম্পৃক্ততা সম্পর্কে তাত্ক্ষণিকভাবে কিছুই জানা যায়নি। আত্মসমর্পণের পর র্যাব তাদের আটক করে নারায়ণগঞ্জ র্যাব-১১ কার্যালয়ে নিয়ে যায়।

অভিযান সম্পর্কে র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং’র পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান  সাংবাদিকদেরকে জানান, বিভিন্ন তথ্যের ভিত্তিতে বিশেষ করে সিলেটের আতিয়া মহলের জঙ্গি আস্তানা থেকে ধৃত জঙ্গিদের দেওয়া তথ্য সূত্র ধরে সালাহ উদ্দিনের জঙ্গি সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় এবং এসবের ভিত্তিতেই বাড়িটিতে অভিযান চালানো হয়। অভিযানের প্রাপ্তি বা অর্জন সম্পর্কে তিনি বলেন, আমরা বাড়িটির একটি কক্ষে তল্লাশি চালিয়েছি। এই কক্ষে আমরা কিছুই পাইনি। আরো দুইটি কক্ষ বাকি রয়েছে। এই কক্ষ দুটি তালাবদ্ধ করা হয়েছে। পরবর্তীতে সেখানে অনুসন্ধান চালানো হবে। এখানে বোমা ডিসপোজাল টিম রাখা হয়েছে। তারা ওই কক্ষগুলোতে অনুসন্ধান চালাবে। বাড়িটির মালিক দুবাই প্রবাসী মঈনউদ্দিন আহমেদ, কেয়ারটেকার তার ভাই জাকারিয়া এবং আত্মসমর্পণকারী ব্যক্তিদের জঙ্গি সম্পৃক্ততা রয়েছে কি না সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান করা হবে।

এদিকে আত্মসমর্পণকারীদের সম্পর্কে জানা গেছে, আবু জাফর মিয়া নরসিংদী সদর উপজেলার চরভাসানিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে এবং নরসিংদী সরকারি কলেজের ছাত্র। একই কলেজের ছাত্র বাছিরুল ইসলাম নারায়ণগঞ্জের আড়াই হাজারের নুরুল ইসলাম মোল্লার পুত্র। মাসুদুর রহমানের বাড়ি গাজীপুরের বোর্ডবাজারে। তার পিতার নাম আব্দুল মজিদ মিয়া। সে জামেয়া কাসেমিয়া মাদ্রাসার ১০ শ্রেণির ছাত্র। সে ওই বাড়ির ভাড়াটিয়া আবু জাফরের নিকট ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়তো। সালাহ উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র। মশিউর রহমান নরসিংদী সরকারি কলেজের ছাত্র। গত শনিবার রাতে তারা সাংবাদিকদেরকে জানিয়েছিল তারা পড়াশুনা করে। তারা জঙ্গি নয়। জঙ্গিদের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। আইন-শৃঙ্খলা বাহিনী চাইলে তারা আত্মসমর্পণ করবে। পরে তাদের আত্মীয়-স্বজনের সহযোগিতায় গতকাল সকালে র্যাবের নিকট তারা আত্মসমর্পণ করেন।

মঈনউদ্দিন আহম্মেদের বাড়িটি সম্পর্কে এলাকাবাসী জানিয়েছে, গত ৩ মে আবু জাফর এই বাড়িটিতে নতুন ভাড়াটিয়া হিসেবে প্রবেশ করেন। এই বাড়িতে থেকে সে লেখাপড়া করতো এবং পাশাপাশি টিউশনি করাতো। পরবর্তীতে অন্যরা আবু জাফরের সাথে এই বাড়ির ভাড়াটিয়া হিসেবে যোগ হয়। এদের জঙ্গি সম্পৃক্ততা সম্পর্কে এলাকার মানুষ কোনো তথ্যই দিতে পারেনি।

ওরা জঙ্গি নয়, পরিবারের দাবি:বাড়িটির কেয়ারটেকার জাকারিয়ার বরাত দিয়ে বিডিনিউজ জানায়, গত ৩ মে তিন অবিবাহিত পুরুষ ওই বাসা ভাড়া নেন। আর স্থানীয় কয়েকজন বলেছেন, ওই বাসার তরুণ বাসিন্দারা মূলত টিউশনি করতেন। তাদের আচরণে সন্দেহজনক কিছু আছে বলে তাদের মনে হয়নি।

শনিবার সন্ধ্যায় র্যাব ওই বাড়ি ঘেরাও করার পর খবর পেয়ে রাতেই স্বজনরা সেখানে উপস্থিত হতে শুরু করেন। নরসিংদীর গাবতলী জমিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র মাসুদুর রহমানের বাবা আব্দুল মজিদ ও বড় ভাই ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান মাসুম ঘটনাস্থলে পৌঁছান রাত ১১টার দিকে। মজিদ রাতে সাংবাদিকদের বলেন, ‘মাসুদ দাখিল পরীক্ষার্থী। সে সালাহ উদ্দিনের কাছে প্রাইভেট পড়তে ওই বাড়িতে গিয়েছিল। সে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত নয়। তাকে জীবিত অবস্থায় বের করে আনেন। অপরাধী হলে প্রচলিত আইনে তার বিচার করেন।’

মজিদের কাছ থেকে ফোন নম্বর পাওয়ার পর তার ছেলে মাসুদের সঙ্গেও শনিবার রাত ১টার দিকে বিডিনিউজ প্রতিবেদকের কথা হয়। মাসুদ বলে, ‘বিকাল ৪টায় এইখানে প্রাইভেট পড়তে আসি। সাড়ে ৪টার দিকে দরজায় আওয়াজ শুনি। গিয়া দেখি বাইরে দিয়া লাগানো। জানালা দিয়া বাইরে তাকাইয়া দেখি চারদিকে পুলিশ ঘেরাও কইরা রাখছে। পরে বাইরে ফোন দেওয়ার পর জানতে পারলাম এইখানে নাকি জঙ্গি পাওয়া গেছে।’ মাসুদ সে সময় দাবি করে, জঙ্গিবাদের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং আত্মসমর্পণ করতেও তার কোনো আপত্তি নেই।

মাসুদের সঙ্গে কথা বলার ৫ মিনিট পর বিডিনিউজ প্রতিবেদককে ফোন করেন আবু জাফর। নিজেদের নিরপরাধ দাবি করে তিনি বলেন, ‘আমাদের বের হতে দেন। আমাদের বের করেন। আমরা যদি চুল পরিমাণও অপরাধী হই যে কোনো শাস্তি আমরা মেনে নেব।’ নিজেকে নরসিংদীর আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের এক নেতার ভাগ্নে পরিচয় দেন আবু জাফর। আড়াইহাজারের সরকার দলীয় এমপিকে নিজের আত্মীয় বলেও দাবি করেন তিনি।

রবিবার সকালে ওই বাড়ির সামনে কথা হয় বাছিরুল ইসলামের বাবা নুরুল ইসলাম, আবু জাফরের ছোট ভাই আবদুল্লাহ ও সালাহউদ্দিনের বাবা আবদুর রহমানের সঙ্গে। তারাও একই রকম কথা বলেন। নুরুল ইসলাম জানান, তার তিন ছেলের মধ্যে বাসিরুল সবার ছোট। নরসিংদী সরকারি কলেজ থেকে হিসাব বিজ্ঞানে মাস্টার্স পাস করার পর জাফরের সঙ্গে ওই বাসায় থেকে চাকরির চেষ্টার পাশাপাশি টিউশনি করে আসছিল সে। আবদুল্লাহ বলেন, ‘ফোন পেয়ে আমরা এইখানে আসছি। আমার ভাই জঙ্গি না। র্যাব-পুলিশ চাইলে আমরা ভেতরে গিয়ে তাদের নিয়ে আসতে পারি।’

নরসিংদীর শেখেরচর পৌলানপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক আবদুর রহমান বলেন, ‘তার ছেলে সালাহউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে মাস্টার্স শেষ করার পর এলাকায় ফিরে ওই বাসায় থেকে টিউশনি করার পাশাপাশি বিসিএস-এর প্রস্তুতি নিচ্ছিলো। ও প্রতি সপ্তাহেই বাড়িতে যায়। ও জঙ্গি না। আমার ভাতিজার কাছ থেকে খবর পেয়ে আমি সকালে এইখানে আসছি।’

মনিরা বেগম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ওই বাসায় মেস করে থেকে কয়েকজন তরুণ টিউশনি করত বলে তারা জানেন। তারা জঙ্গিবাদে সম্পৃক্ত বলে তার কখনো মনে হয়নি।’

‘আমরা নিরপরাধ, আমাদের বাঁচান’:আত্মসমর্পণের আগে গত শনিবার রাতে সন্দেহভাজন ওই আস্তানা  থেকে আবু জাফর মিয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চান বলে জানা গেছে। সেখানে তিনি লিখেন: ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাঁচান। আমরা নিরপরাধ। আমরা আওয়ামী লীগের কর্মী। আমরা ষড়যন্ত্রের শিকার। প্লিজ, আমাদের বাঁচান। আমরা সাধারণ ছাত্র। প্লিজ, আমাদের উদ্ধার করুন। প্লিজ, প্লিজ, প্লিজ।’ একই রাতে অপর একটি স্ট্যাটাসে নিজেকে নিরপরাধ দাবি করে তিনি লিখেন: ‘সাংবাদিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্যারদের উদ্দেশ্য করে বলছি, আমরা নিরপরাধ। আমরা শিবির, জঙ্গিবাদ সম্পর্কে ভালো করে জানিও না। প্লিজ, আপনারা আমাদের সার্চ করুন।  দেখুন কিছু পান কিনা। আমরা নিরপরাধ। বাইরে  থেকে আমাদের ছিটকিনি লাগানো। প্লিজ, ছিটকিনি খুলে আমাদের উদ্ধার করুন।’

স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0075840950012207