বাংলা ভাষার শক্তি, বাংলা ভাষার শত্রু
বাহান্নর রক্তাক্ত ভাষা আন্দোলন নিয়ে লেখা, তথ্য-উপাত্ত এবং পরস্পরবিরোধী বর্ণনা কম হয়নি। দুনিয়ায় এমনটি বোধ করি নজিরবিহীন। জ্ঞাত সভ্যতার ইতিহাসে একাধিক সমৃদ্ধ ভাষার অস্তিত্ব মুখের ভাষায় টিকে নেই, তবে জীবন সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে সংরক্ষিত। হিব্রু, সংস্কৃত, পাহলবি, গ্রিক, লাতিন ইত্যাদি ভাষায় কেউ কথা বল