অগ্রিম সেশন চার্জ ছাড়া লালমনিরহাটে মিলছে না নতুন বই - দৈনিকশিক্ষা

অগ্রিম সেশন চার্জ ছাড়া লালমনিরহাটে মিলছে না নতুন বই

লালমনিরহাট প্রতিনিধি |

শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই পৌছে দিতে বছরের প্রথম দিনটিকে বই উৎসব হিসেবে পালন করেছে সরকার। তবে, অগ্রিম বেতন ও সেশন চার্জ পরিশোধ না করে মিলছে না বিনামূল্যের নতুন বই। লালমনিরহাট জেলার ভেলাবাড়ি উচ্চ বিদ্যালয়সহ অনেক বিদ্যালয়ে বেতন ও সেশন চার্জ ছাড়া মাধ্যমিকের বই দেয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

আদিতমারী উপজেলার ভেলাবাড়ি উচ্চ বিদ্যালয়ে সেশন ফি ও অগ্রিম ৭ মাসের বেতন ছাড়া নতুন বই না দেয়ার অভিযোগ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা জানান, সারাদেশে প্রথম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীকে সরকারিভাবে বই বিনামূল্যে বিতরণ করা হলেও ভেলাবাড়ি উচ্চ বিদ্যালয়ে বই আটকিয়ে অগ্রিম বেতন ও সেশন ফি আদায় করা হচ্ছে। যারা অগ্রিম বেতন ও সেশন ফি দিতে পারছেনা তারা নতুন বই পাচ্ছে না। ছাত্র-ছাত্রীদের নতুন বই পাওয়ার আনন্দ থেকে বঞ্চিত করা হচ্ছে। সন্তানদের কান্না থামাতে ধার দেনা করে অনেক অভিভাবক বেতন ও সেশন ফি’র টাকা আংশিক পরিশোধ করেও নতুন বই পাননি।

ভেলাবাড়ি বাজারে চা বিক্রেতা নাজমা খাতুন জানান, প্রায় এক যুগ আগে স্বামীকে হারিয়েছেন। চা বিক্রি করে সংসার চলে তার। একমাত্র সন্তান নাজমুল এবার ভেলাবাড়ি উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে উঠেছে। নতুন বই নিতে অনেক আশায় বিদ্যালয়ে গিয়ে খালি হাতে বাড়ি ফিরে কান্নায় ভেঙ্গে পড়ে সে। সেশন ফি’র ৩০০ টাকা পরিশোধ না করায় বই পায়নি নাজমুল। পরে ধার করে একশত টাকা নিয়ে আবার বিদ্যালয়ে গিয়েও নতুন বই পায়নি সে।

নাজমুল ইসলাম জানায়, মায়ের কাছে বায়না করে একশত টাকা নিয়ে গেলেও তাকে বই দেয়া হয়নি। একটা টোকেন দেয়া হয়েছে। বই পরে দেয়া হবে বলে বিদ্যালয় থেকে জানানো হয়েছে। সে আরো জানায়, শুধু সে একা নয়, তার ক্লাশের ২০ থেকে ৩০ জন টাকার অভাবে বই পায়নি।

একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র শামিম মিয়া জানায়, পুরাতন বই জমা দিয়ে টোকেন নিতে হয়। এরপর সেশন ফি ৩০০ ও অগ্রিম ৭ মাসের বেতন সব মিলিয়ে ৭৫০ টাকা পরিশোধের রশিদ জমা দিলে তবেই নতুন বই পাওয়া যায়। পুরাতন বই জমা না দিলে বা টাকা না দিলে নতুন বই মেলে না। ৭৫০ টাকা দিতে না পারায় সে খালি হাতে বাড়ি ফিরে এসেছে। রিক্সা চালক বাবাকে অনেক বলেও টাকা জোগাড় করতে ব্যর্থ হওয়ায় তার মাঝে নেই বই উৎসবের আনন্দ। বন্ধুরা নতুন বই নিয়ে আনন্দে বাড়ি ফিরলেও তাকে ফিরতে হয়েছে খালি হাতে।

শামিমের সহপাঠি সবুজ মিয়া জানায়, টাকা না দেয়ায় সেও নতুন বই পায়নি। পুরাতন বই জমা দিয়েছে, নেই শুধু টাকা জমা দেয়ার টোকেন। তাই নেই নতুন বই।

এলাকাবাসীর অভিযোগ, সরকার বিনামুল্যে বই দিচ্ছে। এ সুযোগকে কাজে লাগিয়ে অগ্রিম বেতন ও সেশন ফি আদায় করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

ভেলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিচুর রহমান দৈনিকশিক্ষা ডটকমকে জানান, বাধ্যতামুলক নয়, অনেকেই স্বেচ্ছায় পুরাতন বই জমা দিয়েছে। টাকার জন্য নয়, যারা ফেল করেছে বা বিদ্যালয়ে আসেনি তাদের বই দেয়া হয়নি। যারা উপস্থিত ছিল তাদের প্রত্যেককে নতুন বই দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

আদিতমারী মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ দৈনিকশিক্ষা ডটকমকে জানান, বই আটকিয়ে শুধু নয়, বই দিয়ে অন্য কোন পাওনা আদায় করা নিষেধ। তাই টাকার জন্য বই না দেয়ার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আদিতমারী ইউএনও আসাদুজ্জামান দৈনিকশিক্ষা ডটকমকে জানান, বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী - dainik shiksha প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ জুনের মধ্যে: প্রতিমন্ত্রী পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের - dainik shiksha পূর্ণাঙ্গ উৎসব ভাতা দাবি মাধ্যমিকের শিক্ষকদের ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার - dainik shiksha ঝরে পড়াদের ক্লাসে ফেরাতে কাজ করছে সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার - dainik shiksha প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ভাইবোন গ্রেফতার ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় - dainik shiksha শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রায় শূন্যের কোটায় ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে please click here to view dainikshiksha website Execution time: 0.007720947265625