অধ্যক্ষ নিয়োগের অনিয়ম তদন্তে যাচ্ছে মন্ত্রণালয়ের কমিটি - দৈনিকশিক্ষা

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজঅধ্যক্ষ নিয়োগের অনিয়ম তদন্তে যাচ্ছে মন্ত্রণালয়ের কমিটি

নিজস্ব প্রতিবেদক |

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগে গুরুতর অনিয়ম, প্রতিষ্ঠানটিতে ভর্তি বাণিজ্যসহ নানা দুর্নীতির তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কমিটির সদস্যরা সোমবার (৬ মে) সকাল ১০টায় বেইলি রোডে প্রধান ক্যাম্পাসে তদন্ত কাজ শুরু করবেন।

এ কমিটির প্রধান মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (অডিট ও আইন) আহমদ শামীম আল রাজী। কমিটির বাকি দুই সদস্য হলেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন অর রশীদ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো. আনোয়ারুল আউয়াল খান।

তদন্ত কমিটি সূত্র জানায়, অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি থেকে শুরু করে সকল আবেদন, লিখিত ও মৌখিক পরীক্ষার খাতাপত্র, নম্বরপত্র, কমিটির রেজুলেশনসহ সকল নথি প্রস্তুত রাখতে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নিয়োগ কমিটির সকল সদস্যদের উপস্থিত থাকতেও বলা হয়েছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দুই বছরের মেয়াদ গত ৩ মে শেষ হয়েছে। 

গভর্নিং বডির সদ্য সাবেক চেয়ারম্যান গোলাম আশরাফ তালুকদার রোববার বলেন, তদন্ত কমিটির পক্ষ থেকে গভনিং বডির সভাপতিকে তদন্তকালে উপস্থিত থাকতে বলা হয়েছে। গভর্নিং বডির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে গভর্নিং বডির চেয়ারম্যান পদে কেউ নেই। নিয়োগ কমিটির কার্যক্রম চলাকালে যেহেতু তিনি সভাপতি ছিলেন, তাই সততা-স্বচ্ছতার জন্য তিনি তদন্তকালে হাজির থাকবেন।

গত ৩ মে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিকারুননিসার অভিভাবকরা অভিযোগ করেন, অধ্যক্ষ নিয়োগের লিখিত পরীক্ষায় সব প্রার্থী ফেল করলেও নিয়োগ কমিটি একজনকে নিয়োগের সুপারিশ করেছে। অধ্যক্ষ নিয়োগ কমিটি তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অধ্যক্ষ নিয়োগ পরীক্ষার উত্তরপত্রে ৩০ নম্বরের ১০টি প্রশ্নের মধ্যে ৭টি প্রশ্ন ইংরেজি ভাষায় উত্তর দেয়ার জন্য এবং ৩টি বাংলা ভাষায় উত্তর দেয়ার জন্য নির্ধারণ করেন। অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় ইংরেজি প্রশ্নের জন্য ১৮ এবং বাংলা প্রশ্নের জন্য ১২ নম্বর নির্দিষ্ট ছিল। 

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গভর্নিং বডির সদস্যরা মোটা অংকের টাকার বিনিময়ে গত ২৭ এপ্রিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রুমানা শাহীন শেফাকে অধ্যক্ষ পদে নিয়োগ দেয়ার সব প্রক্রিয়া শেষ করেন। অবৈধভাবে অধ্যক্ষ নিয়োগে বিতর্কিত পরিচালনা কমিটির এজেন্ডা বাস্তবায়নে জড়িত থাকার দায়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) মো. শাহেদুল খবির চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এই অভিভাবকরা।

এর আগে নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় গত ২৮ এপ্রিল ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগ কার্যক্রম স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0079319477081299