অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ - দৈনিকশিক্ষা

অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি |

বরিশালের গৌরনদী আল-আমীন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে তাঁর অপসারণ চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীরা। শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডসংলগ্ন কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, ২০০৬ খ্রিষ্টাব্দে জামায়াতের পৃষ্ঠপোষকতায় কলেজটি প্রতিষ্ঠিত হয়। ওই সময় কলেজটির অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান জামায়াত নেতা মো. ইখতিয়ার উদ্দিন। তবে বর্তমান সরকার ক্ষমতায় এলে তিনি আওয়ামী লীগে যোগ দেন। পরবর্তী সময়ে কলেজটি এমপিওভুক্ত হয়।

কলেজের কয়েকজন শিক্ষকের অভিযোগ, অধ্যক্ষ কলেজের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্যরা বিষয়টি জানতে পারলে ২০১৭ খ্রিষ্টাব্দে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দিয়ে ২০১৪-১৫ অর্থবছরের আয়-ব্যয় হিসাব নিরীক্ষা করান। সেখানেও ব্যাপক অনিয়ম-দুর্নীতি ধরা পড়ে। কলেজ কমিটির মেয়াদ শেষ হলে গত বছরের ২৮ এপ্রিল নতুন কমিটি অনুমোদনের জন্য জামায়াত পরিচালিত আল-হেলাল ট্রাস্টের রেজিস্ট্রেশন নবায়নের নামে ব্যাংক থেকে কলেজের এক লাখ টাকা তুলে শিক্ষক-কর্মচারীদের মধ্যে বণ্টন দেখিয়ে তিনি আত্মসাৎ করেন। বিষয়টি জানাজানি হলে গত ১৬ সেপ্টেম্বর থেকে অধ্যক্ষ আত্মগোপন করেন। বর্তমানে কলেজের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে চার মাস ধরে শিক্ষক-কর্মচারীরা বেতনের সরকারি অংশ উত্তোলন করতে পারছেন না। এ অবস্থায় নিরুপায় হয়ে তাঁরা মানববন্ধন ও বিক্ষোভ করতে বাধ্য হন।

তবে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আত্মগোপনে থাকা কলেজ অধ্যক্ষ ইখতিয়ার উদ্দিন বলেন, ‘আমি কখনো জামায়াতের কর্মী-সমর্থক ছিলাম না। মূলত কলেজ কমিটি নিয়ে বিরোধের ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মোয়াজ্জেম সরদার কলেজ ফান্ডের টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। এ জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিলে তিনি আমাকে হুমকি দেন। যে কারণে গত ২৪ সেপ্টেম্বর থেকে কলেজে যাচ্ছি না।’

এদিকে কলেজের সভাপতি শরীফ মেজবাহ উদ্দিন ফিরোজ বলেন, কলেজটি আল-হেলাল ট্রাস্টের প্রতিষ্ঠান। ট্রাস্টটির সরকারি অনুমোদন নবায়ন না থাকায় কলেজের এমপিও এবং ব্যবস্থাপনা কমিটিও নবায়ন হচ্ছিল না। এ কারণে শিক্ষকদের পরামর্শক্রমে কাগজপত্র তৈরি করে ট্রাস্টটি অনুমোদন করানো হয়। বর্তমানে প্রভাষক মোয়াজ্জেম সরদারের নেতৃত্বে কলেজে অচলাবস্থার পরিবেশ তৈরি করা হচ্ছে।

নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি - dainik shiksha সনদের কাগজ কীভাবে পায় কারবারিরা, তদন্তে নেমেছে ডিবি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি - dainik shiksha সাংবাদিকদের ঘুষ বিষয়ক ভাইরাল ভিডিও, ইরাব কোনো বিবৃতি দেয়নি ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা - dainik shiksha ফাঁসপ্রশ্নে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, নজরদারিতে যারা এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.025346994400024